India Vs West Indies

ভারতের ৪৩৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ২২৯/৫

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছে ভারত। শতরান করেছেন বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ৮৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৯:৩১
Share:

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেট পড়ার পরে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ০২:২১ key status

আবার বৃষ্টিতে থমকালো খেলা

বৃষ্টির জেরে আবার বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকল। 

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ০১:৪৬ key status

আউট জোশুয়া দ্য সিলভা

মহম্মদ সিরাজ়ের বলে বোল্ড হয়ে ফিরলেন দ্য সিলভা। ১০ রান করে আউট তিনি। 

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ০০:৩৭ key status

আউট ব্ল্যাকউড

চা বিরতির পরেই ভারতকে উইকেট এনে দিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বল জার্মেইন ব্ল্য়াকউডের ব্যাটের কানায় লেগে স্লিপে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে। ১৭৮ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেট পড়ল। ব্ল্যাকউড ২০ রান করে আউট হলেন। 

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ০০:১৩ key status

চা বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ়ের রান তিন উইকেটে ১৭৪

ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্য়াটার জার্মেইন ব্ল্যাকউড ১৬ ও আলিক আথানেজ় ১৩ রান করে খেলছেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২৩:১২ key status

আউট ব্রেথওয়েট

অশ্বিনের বলে ৭৫ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় উইকেটের পতন। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২২:৫৭ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের রান দু’উইকেটে ১৫০

অধিনায়ক ব্রেথওয়েট ৬৮ ও জার্মেইন ব্ল্যাকউড ১২ রান করে খেলছেন। অনেক চেষ্টা করেও জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২১:৫৬ key status

ব্রেথওয়েটের অর্ধশতরান

ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট অর্ধশতরান করলেন। ১৭০ বলে নিজের ৫০ পূর্ণ করেন তিনি। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২১:১৪ key status

মধ্যাহ্নভোজের বিরতি

বৃষ্টির কারণে আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের রান দুই উইকেটে ১১৭। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২০:২৮ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

মুকেশের উইকেট নেওয়ার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২০:২৭ key status

টেস্টে প্রথম উইকেট মুকেশের

অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন বাংলার মুকেশ কুমার। ৩২ রানের মাথায় ম্যাকেঞ্জিকে আউট করলেন তিনি। মুকেশের বল ম্যাকেঞ্জির ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ঈশান কিশনের কাছে যায়। ওয়েস্ট ইন্ডিজ়ের রান দুই উইকেটে ১১৭।

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২০:০০ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের রান ১০০ পার

ভাল খেলছেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি। ব্রেথওয়েট ৪৫ ও ম্যাকেঞ্জি ৩২ রান করে ব্যাট করছেন। উইকেট নিতে পারছেন না ভারতীয় বোলারেরা। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৮:৩৮ key status

তৃতীয় দিনের খেলা শুরু

ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের খেলা চলছে। দলের রান এক উইকেটে ৮৬। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ ও অভিষেককারী কির্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ব্যাট করছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement