India Vs Pakistan in Asia Cup 2025

অভিষেক-শুভমনের দাপটে সুপার ফোরে পাকিস্তানকে হারাল ভারত, কোন পথে জয় সূর্যদের

এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। প্রথমে ব্য়াট করে পাকিস্তান ১৭১/৪ তুলেছিল। সাত বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১
Share:

অর্ধশতরানের ইনিংস খেললেন অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯ key status

পাকিস্তানকে হারাল ভারত

১৭২ রানও সহজে তাড়া করল ভারত। জয়ের ভিত গড়ে দিলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল। তাঁরা আউট হওয়ার পর রান তোলার গতি একটু কমল। কিন্তু তাতে জিততে সমস্যা হল না। হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৭ key status

সঞ্জুর দুঃস্বপ্নের ইনিংস শেষ

শুরু থেকে ব্যাটে-বলে হচ্ছিল না সঞ্জু স্যামসনের। অযথা নিজের উপর চাপ নিয়ে ফেলেছিলেন তিনি। অবশেষে ১৭ বলে ১৩ রান করে আউট হলেন তিনি। দলের উপর চাপ বাড়িয়ে গেলেন সঞ্জু।

Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৯ key status

অভিষেকের বিধ্বংসী ইনিংস শেষ

পর পর উইকেট পড়লেও নিজের ছন্দে খেলছিলেন অভিষেক। দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছিলেন তিনি। একের পর এক বড় শট মারছিলেন। আবরার আহমেদের একটি বলে মিড উইকেটে খেলার চেষ্টা করেন অভিষেক। ব্যাক ফুটে খেলতে যান তিনি। শটে পুরো জোর দিতে পারেননি। বল যায় লং অনে। ৩৯ বলে ৭৪ রান করে আউট তিনি। তবে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন ভারতীয় ওপেনার।  

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮ key status

পাকিস্তানের বিরুদ্ধে আবার ব্যর্থ সূর্য

আগের ম্যাচে ৪৭ রান করেছিলেন। কিন্তু সুপার ফোরের ম্যাচে রান পেলেন না ভারত অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি ম্যাচে ব্যর্থ তিনি। হ্যারিস রউফের বলে শূন্য রানে ফিরলেন সূর্য। পর পর দুই উইকেট পড়ায় ভারতের রান তোলার গতি কিছুটা কমে গিয়েছে। অভিষেকের সঙ্গে জুটি বাঁধার চেষ্টায় তিলক বর্মা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩ key status

ক্লান্ত হয়ে আউট শুভমন

২৮ বলে ৪৭ রান করে আউট হলেন শুভমন। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, ক্লান্ত হয়ে পড়েছেন। পায়ে ক্র্যাম্প ধরেছিল তাঁর। সেই কারণে প্যাড ও ব্যাটের মাঝে বড় ফাঁক দেখা গেল। সেই ফাঁক দিয়ে বল ঢুকে উইকেটে লাগল। আগের ম্যাচে ওমানের বিরুদ্ধেও অনেকটা এই ধাঁচেই আউট হয়েছিলেন তিনি। ১০৫ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৬ key status

দুবাইয়ের গরমে সমস্যায় শুভমন, পায়ে ক্র্যাম্প ধরেছে ভারতের ব্যাটারের

দুবাইয়ের গরমে সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক শট খেলেছেন শুভমন। বড় শটের পাশাপাশি দৌড়েও অনেক রান নিয়েছেন। তার ফলেই হয়তো পায়ে ক্র্যাম্প ধরেছে তাঁর। মাঠে ফিজিয়ো তাঁকে দেখছেন। ফলে কিছু ক্ষণ বন্ধ রয়েছে খেলা। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২ key status

অর্ধশতরান অভিষেকের

মাত্র ২৪ বলে অর্ধশতরান করলেন অভিষেক। চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। দ্রুত খেলা শেষ করার লক্ষ্য ভারতের দুই ওপেনারের।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭ key status

খুচরো ঝামেলা দুই দলের

প্রথমে শাহিনের সঙ্গে শুভমন, পরে রউফের সঙ্গে অভিষেক। মাঠের মধ্যে পাকিস্তান এবং ভারতের ক্রিকেটারদের টুকরো-টাকরা কথার লড়াই চলছেই। আগের ম্যাচে এ জিনিস দেখা যায়নি। তবে দু’দলের ক্রিকেটারেরাই জানেন এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। হয়তো আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তাঁরা।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭ key status

বিধ্বংসী ফর্মে ভারতের দুই ওপেনার

পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন ভারতের দুই ওপেনার। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে অভিষেককে। বড় শট মারতে ভয় পাচ্ছেন না তিনি। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন দুই ওপেনার। ওভার প্রতি ১০ রানের বেশি করছেন তাঁরা। শুরুতেই পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারতের দুই ওপেনার। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪ key status

প্রথম বলেই ছক্কা অভিষেক শর্মার

আগের ম্য়াচে শাহিন আফ্রিদির প্রথম বলে চার মেরেছিলেন অভিষেক শর্মা। এই ম্যাচে ছক্কা মেরে শুরু করলেন তিনি। প্রথম বলেই ভারত বুঝিয়ে দিল, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে রান তাড়া করতে নেমেছে তারা। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯ key status

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করল পাকিস্তান

সলমন আঘা ১৭ ও ফাহিম আশরফ ২০ রানে অপরাজিত থাকলেন। ভারতের সামনে বড় লক্ষ্য দিল পাকিস্তান। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫২ key status

এ বার ক্যাচ ফেললেন শুভমন

ফিল্ডিংয়ে ভারতের জঘন্য দিন কাটল। এ বার বুমরাহের বলে ফাহিমের সহজ ক্যাচ ফেললেন শুভমন গিল। এই ম্যাচে চারটে ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডারেরা। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১ key status

বোকার মতো রান আউট নওয়াজ়

বোকার মতো রান আউট হলেন নওয়াজ়। ক্রিজ়ে ঢুকতে দেরি করেন তিনি। তত ক্ষণে বল স্টাম্পে লাগিয়ে দেন ফিল্ডার। ২১ রান করে আউট নওয়াজ়। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪ key status

খারাপ ডিআরএস ভারতের

ভারতের একটি রিভিউ নষ্ট করলেন কুলদীপ। সলমন সুইপ করতে গিয়েছিলেন। সূর্যকুমারকে রাজি করিয়ে রিভিউ নেওয়ালেও বল যে লেগস্টাম্পের বাইরে তা খালি চোখেই দেখা যাচ্ছিল। সেটাই  হল। তবে নিজের স্পেলের শেষ দু’টি ওভার ভালই করেছেন কুলদীপ। ব্যাক অফ দ্য লেংথে বল করেছেন এবং গতিতে বৈচিত্র এনেছেন। বরুণ এবং কুলদীপ, দু’জনেরই বোলিং ভাল হয়েছে।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০ key status

ভারত কি একজন স্পিনার বেশি খেলাচ্ছে?

আগের ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে খেলা হয়েছিল এটা তার চেয়ে ভাল উইকেট। কিন্তু পাকিস্তান রান বেশি করলে স্বাভাবিক ভাবেই ভারত একটু হলেও চাপে থাকবে। প্রশ্ন উঠছে, একজন স্পিনার কি বেশি খেলাচ্ছে ভারত? অক্ষরকে দিয়ে মাত্র একটি ওভার বল করানো হয়েছে। বোঝাই যাচ্ছে, তাঁকে দিয়ে চার ওভার করানো আর সম্ভব নয়। বরুণ এবং কুলদীপ নিজেদের চার ওভার শেষ করার সুযোগ পাবেন।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫ key status

ব্যাট উড়ল, উইকেট পড়ল

শিবমকে চালাতে গিয়ে ফারহানের হাত থেকে ব্যাট ছিটকে গেল। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বল ধরলেন সূর্যকুমার। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক সাজঘরে ফিরলেন ৫৮ করে। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০ key status

ধাক্কা কুলদীপের, পর পর উইকেট পড়ায় রানের গতি কমল পাকিস্তানের

হুসেন তালাতকে  আউট করলেন কুলদীপ। উইকেট পড়ায় রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। স্পিন আক্রমণে পাকিস্তানকে আটকানোর চেষ্টা করছে ভারত। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫ key status

অবশেষে ক্যাচ ধরল ভারত

সহজ ক্যাচ ফেলেছিলেন। কঠিন ক্যাচ ধরলেন অভিষেক শর্মা। শিবম দুবের বলে ক্যাচ তোলেন সাইম। ফাইন লেগ থেকে দৌড়ে এসে শরীর ছুঁড়ে ক্যাচ ধরেন অভিষেক। ২১ রানে ফিরলেন সাইম। ৯৩ রানে দ্বিতীয় উইকেট পড়ল পাকিস্তানের। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯ key status

১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৯১

ফারহান ৫২ ও সাইম ২১ রানে ব্যাট করছেন। বড় রানের পথে এগোচ্ছে পাকিস্তান। এখান থেকে ম্যাচে ফিরতে হলে উইকেট তুলতে হবে ভারতকে।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪ key status

ফারহানের অর্ধশতরান

অক্ষর পটেলের বলে ছক্কা মেরে অর্ধশতরান করলেন সাহিবজ়াদা ফারহান। আগের ম্যাচে রান করলেও আগ্রাসী ক্রিকেট খেলতে পারেননি। এই ম্যাচে সেটা করলেন তিনি। ফারহানের ব্যাটে দ্রুত গতিতে এগোচ্ছে পাকিস্তান। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement