এশিয়া কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম ২০ ওভারের ম্যাচ খেলছে ভারতীয় দল। তাই কিছুটা সতর্ক সূর্যকুমার যাদবেরা।
৪.৩ ওভারে ১ উইকেটে ৬০ রান ভারতের। শুভমন (২০) এবং সূর্যকুমার (৭) অপরাজিত থাকলেন।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩
৪ ওভারে ভারত ৫৪/১
ব্যাট করছেন শুভমন (১৫) এবং সূর্যকুমার (৬)।
Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১
আউট অভিষেক
সিদ্দিকির বলে আউট অভিষেক (৩০)। ভারত ৪৮/১।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২
২ ওভারে ভারত ২৫/০
ব্যাট করছেন অভিষেক (১১) এবং শুভমন (১৩)।
Advertising
Advertising
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯
আগ্রাসী মেজাজে শুরু ভারতের
ব্যাট করতে নেমেছেন অভিষেক এবং শুভমন।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৫
আউট হায়দার
কুলদীপের বলে আউট হায়দর (১)। ১৩.১ ওভারে আমিরশাহির ইনিংস শেষ হল ৫৭ রানে।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১
একে ওভারে ২ উইকেট শিবমের
শিবমের বলে আউট সিদ্দিকি (শূন্য)। আমিরশাহি ৫৫/৯।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫
আউট পরাশর
পরাশরকে (১) আউট করলেন শিবম। আমিরশাহি ৫৪/৮।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০
আউট সিমরনজিৎ
সিমরনজিৎকে (১) আউট করলেন অক্ষর। আমিরশাহি ৫২/৭।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩
উইকেট পেলেন শিবম
নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন শিবম দুবে। তাঁর বলে সঞ্জুর হাতে ক্যাচ দিয়ে আউট আসিফ (২)। আমিরশাহি ৫১/৬।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩
আউট কৌশিক
কৌশিককে (২) বোল্ড করলেন কুলদীপ। আমিরশাহি ৫০/৫।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১
এক ওভারে জোড়া ধাক্কা কুলদীপের
একই ওভারে চোপড়া (৩) এবং ওয়াসিমকে (১৯) আউট করলেন কুলদীপ। আমিরশাহি ৪৮/৪।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪
৮ ওভারে আমিরশাহি ৪৭/২
ব্যাট করছেন ওয়াসিম (১৯) এবং চোপড়া (৩)।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪
৫ ওভারে আমিরশাহি ২৯/২
ব্যাট করছেন ওয়াসিম (৪) এবং চোপড়া (শূন্য)।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩
আউট জ়োহাইব
বরুণের প্রথম ওভারেই উইকেট। কুলদীপের হাতে ক্যাচ দিয়ে আউট জ়োহাইব (২)। আমিরশাহি ২৯/২।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
আউট শারাফু
বুমরাহের ইয়র্কারের বোল্ড শারাফু (২২)। আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন আমিরশাহির ওপেনার। তাঁকে আউট করে সূর্যকুমারদের স্বস্তি দিলেন বুমরাহ। আমিরশাহি ২৬/১।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১
২ ওভারে আমিরশাহি ১৬/০
ব্যাট করছেন শারাফু (১৪) এবং ওয়াসিম (১)।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬
আগ্রাসী শুরু আমিরশাহির
হার্দিকের প্রথম ওভারে ১০ রান তুলল আমিরশাহি।
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫
১৫ ম্যাচ পর টস জিতল ভারত
তিন ধরনের ক্রিকেট মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস জিততে পারেননি ভারতীয় দলের অধিনায়কেরা। এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে সেই ধারা ভাঙলেন সূর্যকুমার যাদব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথমে বল করবে ভারত।