সরাসরি
India vs New Zealand 1st ODI Live

প্রথম এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত, পাঁচ ম্যাচের সিরিজ়ে এগিয়ে ১-০

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। নজর রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির দিকে। কেমন খেলেন শুভমন গিল, সে দিকেও নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:০১
Share:

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে অর্ধশতরানের পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ key status

আউট কোহলি

জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি (৯৩)। ভারত ২৩৪/৩।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:২৯ key status

৩৮ ওভারে ভারত ২৩০/২

ব্যাট করছেন কোহলি (৯১) এবং শ্রেয়স (৪৫)। জয়ের জন্য ভারতের দরকার ৭২ বলে ৭১ রান।

Advertisement
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০৯ key status

৩৪ ওভারে ভারত ২০৩/২

ব্যাট করছেন কোহলি (৭৮) এবং শ্রেয়স (৩২)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ key status

আউট শুভমন

অশোকের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট শুভমন (৫৬)। ভারত ১৫৭/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩ key status

২৫ ওভারে ভারত ১৪৫/১

ব্যাট করছেন শুভমন (৫১) এবং কোহলি (৫৭)। জয়ের জন্য বাকি ২৫ ওভারে ভারতের দরকার ১৫৬ রান।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:২৪ key status

২২ ওভারে ভারত ১৩১/১

ব্যাট করছেন শুভমন (৪৪) এবং কোহলি (৫০)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ key status

১৪ ওভারে ভারত ৮১/১

ব্যাট করছেন শুভমন (২০) এবং কোহলি (২৮)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ key status

১০ ওভারে ভারত ৪৮/১

ব্যাট করছেন শুভমন (১২) এবং কোহলি (৮)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩ key status

আউট রোহিত

কাইল জেমিসনের বলে মাইকেল ব্রেলওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত (২৬)। ভারত ৩৯/১।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১৯ key status

৬ ওভারে ভারত ২৩/০

ব্যাট করছেন রোহিত (১৫) এবং শুভমন (৭)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯ key status

১ ওভারে ভারত ৫/০

ব্যাট করছেন রোহিত (৪) এবং শুভমন (০)।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:২৫ key status

নিউ জ়িল্যান্ড ৩০০-৮

কনওয়ে, নিকোলস এবং মিচেলের অর্ধশতরানে ভর করে ৩০০ তুলে দিল নিউ জ়িল্যান্ড। মাঝের দিকে ব্যাটিং ধস হলেও সমস্যা হল না তাদের।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:১৬ key status

মিচেল আউট

ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ড্যারিল মিচেল। এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। তাঁকে ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ। ৮৪ রানে ফিরলেন মিচেল। 

নিউ জ়িল্যান্ড ২৮২-৮।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৫১ key status

মিচেলের অর্ধশতরান

ভারতীয় বোলারদের সামলে অর্ধশতরান করে ফেলেছেন মিচেল। ভারতের পিচ তাঁর কাছে পরিচিত আইপিএল খেলার সূত্রে। সেটাকেই কাজে লাগাচ্ছেন তিনি।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯ key status

ফোকস আউট

সিরাজ দ্বিতীয় উইকেট নিলেন। তাঁর বল খেলতে গিয়ে ফোকসের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেল।

নিউ জ়িল্যান্ড ২৩৯-৭।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ key status

ব্রেসওয়েল আউট

দ্বিতীয় রান নিতে গিয়ে সফল হলেন না ব্রেসওয়েল। বাউন্ডারি থেকে দৌড়ে আসা শ্রেয়সের ছোড়া থ্রোয়ে রান আউট কিউয়ি অধিনায়ক।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৩০ key status

নিউ জ়িল্যান্ড ৪০ ওভারে ২১২-৫

বাকি আর ১০ ওভার। কত রান তুলতে পারবে নিউ জ়িল্যান্ড? ভারত কি পারবে তাদের অলআউট করে দিতে?

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:১৯ key status

মিচেল আউট

প্রসিদ্ধের দুরন্ত বলে ফিরলেন মিচেল হে। বল বুঝতেই পারেননি মিচেল। বোল্ড হয়ে গেলেন ১৮ রানে।

নিউ জ়িল্যান্ড ১৯৮-৫।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:০৩ key status

ফিলিপ্‌স আউট

কুলদীপের বল ড্রাইভ করতে গিয়েছিলেন ফিলিপ্‌স। ব্যাটের কানায় লেগে বল গেল শ্রেয়সের হাতে।

নিউ জ়‌িল্যান্ড ১৭২-৪।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯ key status

আউট ইয়ং

সিরাজের খাটো লেংথের পর সামলাতে পারলেন না ইয়ং (১২)। খারাপ শট খেলে ক্যাচ দিলেন রাহুলের হাতে। নিউ জ়িল্যান্ড ১৪৬/৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement