নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে অর্ধশতরানের পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।
জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি (৯৩)। ভারত ২৩৪/৩।
ব্যাট করছেন কোহলি (৯১) এবং শ্রেয়স (৪৫)। জয়ের জন্য ভারতের দরকার ৭২ বলে ৭১ রান।
অশোকের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট শুভমন (৫৬)। ভারত ১৫৭/২।
ব্যাট করছেন শুভমন (৫১) এবং কোহলি (৫৭)। জয়ের জন্য বাকি ২৫ ওভারে ভারতের দরকার ১৫৬ রান।
কাইল জেমিসনের বলে মাইকেল ব্রেলওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত (২৬)। ভারত ৩৯/১।
কনওয়ে, নিকোলস এবং মিচেলের অর্ধশতরানে ভর করে ৩০০ তুলে দিল নিউ জ়িল্যান্ড। মাঝের দিকে ব্যাটিং ধস হলেও সমস্যা হল না তাদের।
ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ড্যারিল মিচেল। এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। তাঁকে ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ। ৮৪ রানে ফিরলেন মিচেল।
নিউ জ়িল্যান্ড ২৮২-৮।
ভারতীয় বোলারদের সামলে অর্ধশতরান করে ফেলেছেন মিচেল। ভারতের পিচ তাঁর কাছে পরিচিত আইপিএল খেলার সূত্রে। সেটাকেই কাজে লাগাচ্ছেন তিনি।
সিরাজ দ্বিতীয় উইকেট নিলেন। তাঁর বল খেলতে গিয়ে ফোকসের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেল।
নিউ জ়িল্যান্ড ২৩৯-৭।
দ্বিতীয় রান নিতে গিয়ে সফল হলেন না ব্রেসওয়েল। বাউন্ডারি থেকে দৌড়ে আসা শ্রেয়সের ছোড়া থ্রোয়ে রান আউট কিউয়ি অধিনায়ক।
বাকি আর ১০ ওভার। কত রান তুলতে পারবে নিউ জ়িল্যান্ড? ভারত কি পারবে তাদের অলআউট করে দিতে?
প্রসিদ্ধের দুরন্ত বলে ফিরলেন মিচেল হে। বল বুঝতেই পারেননি মিচেল। বোল্ড হয়ে গেলেন ১৮ রানে।
নিউ জ়িল্যান্ড ১৯৮-৫।
কুলদীপের বল ড্রাইভ করতে গিয়েছিলেন ফিলিপ্স। ব্যাটের কানায় লেগে বল গেল শ্রেয়সের হাতে।
নিউ জ়িল্যান্ড ১৭২-৪।