Advertisement
১১ জানুয়ারি ২০২৬
cricket

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে অর্ধশতরানের পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২১:২৩
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ key status

আউট কোহলি

জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি (৯৩)। ভারত ২৩৪/৩।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:২৯ key status

৩৮ ওভারে ভারত ২৩০/২

ব্যাট করছেন কোহলি (৯১) এবং শ্রেয়স (৪৫)। জয়ের জন্য ভারতের দরকার ৭২ বলে ৭১ রান।

Advertisement
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০৯ key status

৩৪ ওভারে ভারত ২০৩/২

ব্যাট করছেন কোহলি (৭৮) এবং শ্রেয়স (৩২)।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ key status

আউট শুভমন

অশোকের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট শুভমন (৫৬)। ভারত ১৫৭/২।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩ key status

২৫ ওভারে ভারত ১৪৫/১

ব্যাট করছেন শুভমন (৫১) এবং কোহলি (৫৭)। জয়ের জন্য বাকি ২৫ ওভারে ভারতের দরকার ১৫৬ রান।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:২৪ key status

২২ ওভারে ভারত ১৩১/১

ব্যাট করছেন শুভমন (৪৪) এবং কোহলি (৫০)।

Advertisement
timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ key status

১৪ ওভারে ভারত ৮১/১

ব্যাট করছেন শুভমন (২০) এবং কোহলি (২৮)।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ key status

১০ ওভারে ভারত ৪৮/১

ব্যাট করছেন শুভমন (১২) এবং কোহলি (৮)।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩ key status

আউট রোহিত

কাইল জেমিসনের বলে মাইকেল ব্রেলওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত (২৬)। ভারত ৩৯/১।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১৯ key status

৬ ওভারে ভারত ২৩/০

ব্যাট করছেন রোহিত (১৫) এবং শুভমন (৭)।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯ key status

১ ওভারে ভারত ৫/০

ব্যাট করছেন রোহিত (৪) এবং শুভমন (০)।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:২৫ key status

নিউ জ়িল্যান্ড ৩০০-৮

কনওয়ে, নিকোলস এবং মিচেলের অর্ধশতরানে ভর করে ৩০০ তুলে দিল নিউ জ়িল্যান্ড। মাঝের দিকে ব্যাটিং ধস হলেও সমস্যা হল না তাদের।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:১৬ key status

মিচেল আউট

ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ড্যারিল মিচেল। এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। তাঁকে ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ। ৮৪ রানে ফিরলেন মিচেল। 

নিউ জ়িল্যান্ড ২৮২-৮।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৫১ key status

মিচেলের অর্ধশতরান

ভারতীয় বোলারদের সামলে অর্ধশতরান করে ফেলেছেন মিচেল। ভারতের পিচ তাঁর কাছে পরিচিত আইপিএল খেলার সূত্রে। সেটাকেই কাজে লাগাচ্ছেন তিনি।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯ key status

ফোকস আউট

সিরাজ দ্বিতীয় উইকেট নিলেন। তাঁর বল খেলতে গিয়ে ফোকসের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেল।

নিউ জ়িল্যান্ড ২৩৯-৭।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ key status

ব্রেসওয়েল আউট

দ্বিতীয় রান নিতে গিয়ে সফল হলেন না ব্রেসওয়েল। বাউন্ডারি থেকে দৌড়ে আসা শ্রেয়সের ছোড়া থ্রোয়ে রান আউট কিউয়ি অধিনায়ক।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৩০ key status

নিউ জ়িল্যান্ড ৪০ ওভারে ২১২-৫

বাকি আর ১০ ওভার। কত রান তুলতে পারবে নিউ জ়িল্যান্ড? ভারত কি পারবে তাদের অলআউট করে দিতে?

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:১৯ key status

মিচেল আউট

প্রসিদ্ধের দুরন্ত বলে ফিরলেন মিচেল হে। বল বুঝতেই পারেননি মিচেল। বোল্ড হয়ে গেলেন ১৮ রানে।

নিউ জ়িল্যান্ড ১৯৮-৫।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:০৩ key status

ফিলিপ্‌স আউট

কুলদীপের বল ড্রাইভ করতে গিয়েছিলেন ফিলিপ্‌স। ব্যাটের কানায় লেগে বল গেল শ্রেয়সের হাতে।

নিউ জ়‌িল্যান্ড ১৭২-৪।

timer শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯ key status

আউট ইয়ং

সিরাজের খাটো লেংথের পর সামলাতে পারলেন না ইয়ং (১২)। খারাপ শট খেলে ক্যাচ দিলেন রাহুলের হাতে। নিউ জ়িল্যান্ড ১৪৬/৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy