বেঙ্গালুরুর মাঠে চলছে বৃষ্টি। ছবি: পিটিআই।
বৃষ্টিতে ভেস্তে গেল বেঙ্গালুরু-কলকাতা ম্যাচ। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা।
যত সময় যাচ্ছে, তত ফিকে কেকেআরের প্লে-অফের স্বপ্ন। যা পরিস্থিতি, তাতে খেলা শুরু করাই মুশকিল। কারণ মাঠ পুরোপুরি জলে ভর্তি। সাজঘরে থাকা ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে গল্পে মজে। তাঁরাও হতাশ।
একটানা বৃষ্টি হয়ে চলেছে বেঙ্গালুরুতে। শুক্রবার রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। গত সপ্তাহ জুড়েই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। ফলে মাঠের অবস্থা খুব ভাল নয়।
সুপার সপার কাজ শুরু করতে না করতেই আবার বৃষ্টির বেগ বাড়ল। বাধ্য হয়ে মাঠকর্মীরা ফিরে গেলেন নিজেদের জায়গায়।
বেঙ্গালুরুতে বৃষ্টির প্রকোপ কমেছে। সঙ্গে সঙ্গে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে সুপার সপার। মাঠ শুকনোর কাজ চলছে জোরকদমে।
কখনও বেগ বাড়ছে, কখনও কমছে। কিন্তু বেঙ্গালুরুতে কিছুতেই পুরোপুরি বৃষ্টি কমছে না। খেলা শুরু করতে হলে পুরোপুরি বৃষ্টি কমতে হবে। তবে মাঝেও ব্যাঘাত ঘটতে পারে। কারণ রাত ১১টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ক্রিকেটারেরা সাজঘর থেকে একদৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে। মাঠে প্রবল বৃষ্টি হচ্ছে। অবস্থা যা, তাতে আগামী এক ঘণ্টাতেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই। কভার পেরিয়ে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।