BCCI

শ্রেয়স-রাহুল কি খেলবেন বিশ্বকাপে? কবে মাঠে ফিরবেন পন্থ?

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ভারতীয় দলের তিন ক্রিকেটার। তাঁদের মাঠে ফেরা নিয়ে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরা মাঠে ফেরার পর তাঁদের নিয়েও উৎসাহ তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৭:৪৯
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

যশপ্রীত বুমরা চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি নেতৃত্ব দেবেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাঠে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন আরও তিন ক্রিকেটার। ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল কবে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে? এক দিনের বিশ্বকাপে তাঁদের খেলার কি কোনও সম্ভাবনা রয়েছে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।

Advertisement

বুমরা চোট সারিয়ে ফিরলেও আগের ফর্মে আছেন কি না, তা বোঝা যাবে আয়ারল্যান্ড সফরে। পিঠের অস্ত্রোপচারের পর সুস্থ হওয়া বুমরাকে প্রথমে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখে নিতে চাইছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং চিকিৎসকেরা। বোর্ড সূত্রে খবর, দুই ব্যাটার শ্রেয়স এবং রাহুলেরও মাঠে ফিরতে খুব দেরি নেই। কিছু দিনের মধ্যে ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন তাঁরা। আশাতীত উন্নতি করেছেন পন্থও। যদিও তাঁর মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

নেটে ব্যাটিং অনুশীলন করছেন পন্থ। সমাজমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের বল সামলেছেন পন্থ। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। তাঁকে ধীরে ধীরে ম্যাচ ফিট করতে চাইছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস ট্রেনারেরা। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, নেটে ক্রমশ স্বচ্ছন্দ হচ্ছেন পন্থ। যদিও দ্রুত নড়াচড়া করতে এখনও কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে তাঁর অনুশীলনের সময় বৃদ্ধি করা হচ্ছে। ২৫ বছরের ক্রিকেটার শুরু করেছেন উইকেট রক্ষার হালকা অনুশীলনও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞেরা মনে করছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মতো ফিট হতে অন্তত আরও দু’মাস সময় লাগবে পন্থের।

Advertisement

শ্রেয়স এবং রাহুল নেটে নিয়মিত স্বাভাবিক অনুশীলন করছেন। অগস্টের শেষ দিকে তাঁরা ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে তাঁদের ভারতীয় দলে দেখা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন