IPL 2025

আইপিএলের আসরে ‘ডোনাল্ড ট্রাম্প’ হয়ে হাজির রাজীব শুক্ল! তাঁর উদ‍্যোগেই সোমবার রাতে যুদ্ধবিরতি দিগ্বেশ-অভিষেকের

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢুকে দুই পক্ষকে শান্ত করেছিলেন, সোমবার দিগ্বেশ এবং অভিষেকের মাঝেও সেই ভাবে ঢুকে পড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৪:০৪
Share:

মাঠে নেমে পড়লেন রাজীব শুক্ল। ছবি: এক্স।

আইপিএলে হাজির ‘ডোনাল্ড ট্রাম্প’! আমেরিকার প্রেসিডেন্ট যেমন ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে উদ্যোগী হয়েছিলেন, তেমনই রাজীব শুক্লর হস্তক্ষেপেই থামল দিগ্বেশ রাঠী-অভিষেক শর্মার গন্ডগোল। ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট না থাকলে আরও খারাপ দিকে যেতে পারত দিগ্বেশ-অভিষেক ঝামেলা।

Advertisement

সোমবার লখনউ-হায়দরাবাদ ম্যাচ চলাকালীন ঝামেলা হয় দিগ্বেশ এবং অভিষেকের মধ্যে। খেলা শেষ হওয়ার পরেও গন্ডগোল থামেনি। ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও দেখা যায়, তাঁরা উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। ভারত-পাকিস্তান সংঘাতের সময় যেমন ট্রাম্প দুই পক্ষকে শান্ত করেছিলেন, তেমনই সোমবার রাতে দুই ক্রিকেটারকে শান্ত করেন শুক্ল।

কী হয়েছিল সোমবার? হায়দরাবাদের ইনিংস চলাকালীন চালিয়ে খেলছিলেন অভিষেক। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন। অষ্টম ওভারে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ বল দিয়েছিলেন দিগ্বেশের হাতে। তৃতীয় বলে অভিষেককে আউট করেন দিগ্বেশ। বিতর্ক শুরু এর পরেই। অভিষেকের দিকে হাত নাড়িয়ে তাঁকে দ্রুত মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন দিগ্বেশ। এর পর ‘নোটবুক সেলিব্রেশন’ও করেন। এতেই নাটক থামেনি। অভিষেক ফেরার সময় তাঁকে আবারও কিছু বলেন দিগ্বেশ।

Advertisement

হায়দরাবাদের ব্যাটার এর পর মাথা ঠান্ডা রাখতে পারেননি। তিনি দিগ্বেশের দিকে এগিয়ে আসেন। হেলমেট খুলে কিছু বলেন লখনউয়ের স্পিনারকে। দেখে মনে হয়েছে, দিগ্বেশের লম্বা চুলের দিকে ইঙ্গিত করে অভিষেক বলেন, ‘‘চুলের মুঠি ধরে তোমাকে মারব।’’ পাল্টা কিছু বলেন দিগ্বেশও। মনে করা হচ্ছে, লখনউয়ের স্পিনার অভিষেকের উদ্দেশে বলেছেন, ‘‘আমি তো তোমাকে কিছুই বলিনি। তোমার সমস্যা হচ্ছে কেন?’’ অভিষেক শুনতে চাননি। তিনি প্রতিবাদ করতে থাকেন।

বিষয়টি আরও দূর গড়ানোর আগে হস্তক্ষেপ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। তাঁরা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। লখনউয়ের ক্রিকেটারেরা এসে সরিয়ে নিয়ে যান দিগ্বেশকে। এক আম্পায়ার এসে অভিষেককে প্রায় ডাগ আউট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও দু’জনকে কথা বলতে দেখা যায়। তখনও অভিষেকের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে, তিনি যথেষ্ট বিরক্ত। সেই সময় লখনউয়ের বিজয় দাহিয়া তাঁদের শান্ত করার চেষ্টা করেছিলেন।

এর পরেই আসরে নামেন বোর্ডকর্তা শুক্ল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পাশাপাশি দাঁড়িয়েছিলেন দিগ্বেশ এবং অভিষেক। দু’জনের সঙ্গে কথা বলেন শুক্ল। তাঁদের শান্ত করেন। তার পরেই দেখা যায় দু’জনে হেসে কথা বলছেন। ম্যাচের সেরা অভিষেক সাংবাদিক বৈঠকে বলেন, “ম্যাচের পরে আমার সঙ্গে দিগ্বেশের কথা হয়েছে। সব মিটে গিয়েছে।”

সব মিটে গেলেও শাস্তি এড়ানো যায়নি। দিগ্বেশকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে বোর্ড। তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। শাস্তি পেয়েছেন অভিষেকও। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নিয়েছে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement