MS Dhoni's Defamation Case

১০০ কোটির মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ হাই কোর্টের, ১১ বছর পর শুরু শুনানি

মাদ্রাজ হাই কোর্টে মহেন্দ্র সিংহ ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলার শুনানি শুরু হতে চলেছে। এই মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:১০
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

১১ বছর আগে মামলা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪ সালে দায়ের হওয়া সেই মামলার শুনানি শুরু হতে চলেছে ২০২৫ সালে। ১০০ কোটি টাকার মানহানির মামলায় ধোনির বয়ান রেকর্ডের নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি।

Advertisement

২০১৪ সালে দুই সংবাদমাধ্যম ও এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ধোনি। তাঁর অভিযোগ, ২০১৩ সালে সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে আইপিএলে ম্যাচ গড়াপেটা নিয়ে আলোচনার সময় তাঁর নাম নেওয়া হয়েছিল। এতে তাঁর সম্মানহানি হয়েছে। আইপিএলে ম্যাচ গড়াপেটার কারণে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই সময় অন্য দলের হয়ে খেলেছিলেন ধোনি। চেন্নাইয়ের প্রত্যাবর্তনের পর একটা অনুষ্ঠানে গড়াপেটার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তিনি বুঝিয়েছিলেন, এই ঘটনা তাঁকে কতটা ধাক্কা দিয়েছে। তাই গড়াপেটায় তাঁর নাম নেওয়ায় চুপ থাকেননি ধোনি। সরাসরি মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন।

বিচারপতি সিভি কার্তিকেয়ন এক জন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করেছেন। তিনি ধোনির বয়ান রেকর্ড করবেন। সশরীরে আদালতে হাজিরা দিতে পারতেন ধোনি। কিন্তু তিনি গেলে তাঁকে দেখতে অনেকে জড়ো হবেন। তাতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই তাঁর বয়ান রেকর্ড করে আনা হবে।

Advertisement

‘দ্য হিন্দু’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনির তরফে পিআর রমন একটা হলফনামা জমা দিয়েছেন। সেখানে আবেদন করা হয়েছে, এই মামলা যাতে আর বেশি দিন ফেলে রাখা না হয়। হলফনামায় লেখা, “যাতে অকারণে দেরি না করে মামলার দ্রুত ও ন্যায্য নিষ্পত্তি করা হয় তার জন্যই এই হলফনামা। শুনানির সময় আদালত যা যা প্রমাণ চাইবে তা দেওয়ার সব রকম চেষ্টা করা হবে। আদালতের কাছে অনুরোধ, দ্রুত শুনানি শুরু হোক।” সেই অনুরোধ মেনেই শুনানি শুরু হতে চলেছে।

আপাতত খেলার বাইরে রয়েছেন ধোনি। আগামী বছর আবার আইপিএল। সেখানে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি ধোনি। তাঁকে যত বার প্রশ্ন করা হয়েছে, তিনি তত বার জানিয়েছেন যে হাতে সময় রয়েছে। প্রতিযোগিতার আগে শারীরিক ফিটনেস দেখে তিনি সিদ্ধান্ত নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement