ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। তড়িঘড়ি দেশে ফিরেছেন দলের ম্যানেজার আর দেবরাজ। তাঁর মাতৃবিয়োগ হয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দায়িত্ব পালন করছেন দেবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ম্যানেজারও তিনি। সেই দেবরাজের মা কমলেশ্বরী রামচন্দ্র হঠাৎ মারা গিয়েছেন। সেই খবর দুবাইয়ে পৌঁছনোর পরেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন দেবরাজ।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও জানিয়েছেন, সোমবার সকালে হায়দরাবাদ পৌঁছছেন দেবরাজ। সোমবারই তাঁর মায়ের শেষকৃত্য হবে। এই কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে তাঁর পাশে রয়েছেন বলে জানিয়েছেন জগনমোহন।
মায়ের শেষকৃত্যের পর সেমিফাইনালের আগে দেবরাজ আবার দুবাইয়ে ফিরবেন কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তিনি না থাকলে অন্য কাউকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হতে পারে। রবিবার নিউ জ়িল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে শেষ করেছে ভারত। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন রোহিত শর্মারা। আর একটি আইসিসি ট্রফি জেতার লক্ষ্যে এগোচ্ছে ভারত।