India vs England 2025

চতুর্থ দিনেও উত্তপ্ত লর্ডস, ডাকেটকে ফিরিয়ে মুখের সামনে গিয়ে উচ্ছ্বাস সিরাজের, ছাড়লেন না নীতীশও

তৃতীয় দিনের খেলার শেষ পর্বে উত্তপ্ত হয়ে উঠেছিল লর্ডস। ইংল্যান্ডের ক্রিকেটারদের ইচ্ছাকৃত সময় নষ্টের বিরোধিতা করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিনেও সেই উত্তাপ অব্যাহত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:৫৮
Share:

ডাকেটকে (ডান দিকে) আউট করে উচ্ছ্বাস সিরাজের। ছবি: সমাজমাধ্যম।

তৃতীয় দিনের খেলার শেষ পর্বে উত্তপ্ত হয়ে উঠেছিল লর্ডস। ইংল্যান্ডের ক্রিকেটারদের ইচ্ছাকৃত সময় নষ্টের বিরোধিতা করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিনেও সেই উত্তাপ অব্যাহত। উইকেট পেয়ে ইংরেজ ক্রিকেটারদের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডি।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে ষষ্ঠ ওভারে। সিরাজের বল পুল করেছিলেন বেন ডাকেট। মিড অনে জসপ্রীত বুমরাহ ক্যাচ ধরে নেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার করতে থাকেন সিরাজ। যোগ দেন ভারতের বাকি ক্রিকেটারেরাও। ডাকেট অবশ্য পাল্টা কোনও উত্তর দেননি। তিনি ভারতীয়দের পাশ কাটিয়ে সাজঘরের দিকে এগিয়ে যান। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও।

পরের ঘটনাটি ১৫তম ওভারে। এ বার জাক ক্রলিকে আউট করার পর নীতীশ তাঁর সামনে গিয়ে চিৎকার করতে থাকেন। শনিবার খেলার শেষ পর্বে এই ক্রলির সঙ্গেই ভারতীয় ক্রিকেটারদের ঝামেলা লেগেছিল। তাঁকে আউট করার পর স্বাভাবিক ভাবেই ভারতীয়দের আগ্রাসন দেখা গিয়েছে। ক্রলিও অবশ্য পাল্টা কোনও উত্তর দেননি।

Advertisement

এ দিকে, সিরাজের বুদ্ধিতে প্রথম সেশনে অলি পোপকে ফেরায় ভারত। সিরাজের বল গিয়ে আছড়ে পড়ে পোপের প্যাডে। আম্পায়ার আউট দেননি। সিরাজ তখন শুভমনের দিকে তাকিয়ে কাতর স্বরে আবেদন করতে থাকেন ডিআরএস নেওয়ার জন্য। বলেন, “একদম উইকেটের সামনে লেগেছে। উচ্চতাও নেই।”

শুভমন কিছু ক্ষণের জন্য বাকি সতীর্থদের দিকে তাকিয়ে ডিআরএস নিয়েই নেন। দেখা যায়, সিরাজের অনুমানই ঠিক। বল ব্যাটে লাগেনি। হকআই-তে দেখা যায়, সেই বল লাগছে লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলান আম্পায়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement