India vs Pakistan

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের বিরোধিতা দু’দেশের প্রাক্তনদের, ম্যাচ বাতিলের পক্ষে আজহার, কানেরিয়া

এশিয়া কাপ যে হচ্ছে, তা জানানো হয়েছে দু’দিন আগেই। ভারত-পাকিস্তান ম্যাচ তিন বার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দু’দেশের প্রাক্তন ক্রিকেটারেরা মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ম্যাচ হওয়াই উচিত নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:৫৫
Share:

ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকেরা। — ফাইল চিত্র।

এশিয়া কাপ যে হচ্ছে, তা জানানো হয়েছে দু’দিন আগেই। ভারত-পাকিস্তান ম্যাচ তিন বার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দু’দেশের প্রাক্তন ক্রিকেটারেরা মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ম্যাচ হওয়াই উচিত নয়।

Advertisement

আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এর পর সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে দুই দলের। আজহারউদ্দিন বলেছেন, “যদি খেলে তা হলে সব জায়গায় খেলা উচিত। না হলে কোথাও খেলার দরকার নেই। তোমরা যদি দ্বিপাক্ষিক ম্যাচ না খেলো তা হলে আন্তর্জাতিক ম্যাচ খেলারই বা দরকার কী? আমার ব্যক্তিগত মত এটাই।”

ভারতে আপত্তিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) প্রতিযোগিতায় পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গে আজহার বলেছেন, “এটা সরকার এবং বোর্ডের ব্যাপার। তা ছাড়া ডব্লিউসিএল তো ঘোষিত প্রতিযোগিতায় নয়। আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদন নেই। ব্যক্তিগত লিগ। কিন্তু এশিয়া কাপ তো এসিসি পরিচালনা করে।”

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর ভারতের হয়ে কথা বলেছিলেন দানিশ কানেরিয়া। কিন্তু এ বার তিনি ভারতের বিরোধিতায় মুখ খুলেছেন। সমাজমাধ্যমে লিখেছেন, “নিজের ইচ্ছামতো দেশভক্তি দেখাবেন না। ডব্লিউসিএলে খেলতে চাইল না ভারতীয়েরা। বলল জাতীয় কর্তব্য। এখন এশিয়া কাপে এই ম্যাচ খেলতে ভাল লাগবে? পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে যদি অসুবিধা না থাকে তা হলে ডব্লিউসিএলেও খেলা যেত। খেলাধুলোকে খেলাধুলোই রাখতে দাও। কূটনীতি বানিয়ো না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement