Nita Ambani Sanitizer

মালিকের পর মালকিন, গোয়েন্‌কার পর আলোচনায় নীতা অম্বানী, স্যানিটাইজ়ার লাগিয়ে বুমরাহদের সঙ্গে হাত মেলালেন মুম্বই-কর্ত্রী

বুধবার আইপিএলে মুম্বই বনাম দিল্লি ম্যাচ শেষ হওয়ার পর দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে তাঁদের হাত স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছিলেন মালকিন নীতা অম্বানী। কেন এই কাজ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৫:১১
Share:

বুমরাহের হাতে স্যানিটাইজ়ার দিচ্ছেন নীতা (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

বুধবার আইপিএলে মুম্বই বনাম দিল্লি ম্যাচ শেষ হওয়ার পর দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে তাঁদের হাত স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছিলেন মালকিন নীতা অম্বানী। লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েন‌্কার পর আলোচনায় উঠে এলেন মুম্বইয়ের মালকিন নীতা।

Advertisement

মনে করা হচ্ছে, কোভিডের সংক্রমণ থেকে বাঁচার জন্যই এই কাজ করেছেন তিনি। সম্প্রতি দেশে বেড়েছে কোভিড সংক্রামিতের সংখ্যা। নীতা নিজে সাবধান থাকতেই এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

তখন খেলা সবে শেষ হয়েছে। দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বই। ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলতে মাঠে নেমে এসেছিলেন নীতা। বুমরাহের সামনে গিয়ে তিনি স্যানিটাইজ়ারের বোতল এগিয়ে দেন। বুমরাহ হাত শুদ্ধ করে নেওয়ার পর নীতা হাত মেলান।

Advertisement

এখানেই শেষ নয়। মুম্বইয়ের দীপক চহরকে দেখা গিয়েছে স্যানিটাইজ়ারের বোতল নিয়ে ঘুরতে। সতীর্থদের পাশাপাশি দিল্লির ক্রিকেটারদেরও হাত পরিষ্কার করে নিতে বলছিলেন। মুম্বইয়ে এ দিনই শেষ ম্যাচ ছিল। মাঠকর্মীদের সঙ্গে হাত মেলানোর বদলে কব্জি ঠেকিয়ে অভিবাদন জানান হার্দিক পাণ্ড্য।

মাঠে ঘুরে ঘুরে দর্শকদের অভিবাদন জানানোর সময়ে নীতার সঙ্গে রোহিত শর্মার কথার দৃশ্য ভাইরাল হয়েছে। কী নিয়ে দু’জনের কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। রোহিত র‌্যাকেট দিয়ে দর্শকদের দিকে টেনিস বল ছুড়ে দিচ্ছিলেন।

খেলা দেখার সময় নীতার আরও একটি ছবি ভাইরাল হয়েছে। কারও দিকে ইঙ্গিত করে ছ’টি আঙুল দেখাচ্ছিলেন তিনি। মনে করা হচ্ছে, এ বার ষষ্ঠ ট্রফি আসছে, এটা বোঝাতেই ওই কাজ করেছেন মুম্বই মালকিন।

এর আগে একাধিক বার আলোচনায় উঠে এসেছেন সঞ্জীব গোয়েন‌্কা। লখনউয়ের একের পর এক হারে তাঁর অভিব্যক্তি নিয়ে কম চর্চা হয়নি। অবশ্য সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল গত বছর লখনউয়ের অধিনায়ক কেএল রাহুলকে প্রকাশ্যে গোয়েন‌্কার ধমকানো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement