বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
গত সোমবার ৩৫ বলে শতরান, বৃহস্পতিবার ২ বলে শূন্য! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে শূন্য রানে আউট করেন দীপক চহর। ম্যাচের পর মুম্বইয়ের পেসার যা বলেছেন, তাতে বৈভবের দুর্বলতা তিনি ধরে ফেলেছেন। কিন্তু দুর্বলতাটা কী, সেটা তিনি বলেননি।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৈভবের ঝড় যে কোনও বোলারকে চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সেই ইনিংস দেখেই বৈভবের বিরুদ্ধে কী ভাবে বল করবেন, সেই পরিকল্পনা করেছিলেন চহর। তিনি বলেন, “গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। কোনও জায়গায় সে খুব শক্তিশালী হয়, কোথাও দুর্বল। বোলার হিসাবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বার করা। আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে। আমরা জানি বৈভব প্রতিভাবান। আশা করি ভবিষ্যতে ও ভাল খেলবে।”
আইপিএলে মুম্বই ম্যাচের আগে পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছে বৈভব, সেটা থেকে স্পষ্ট, সে শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করে। চহর সেই কারণে মন্থর বল করেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে আউট হয়েছে বৈভব। ২১৮ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে ১১৭ রানে শেষ হয়ে যায় রাজস্থান। ১০০ রানে হেরে যায় তারা।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে মুম্বই ২১৭ রান তুলেছিল। টস জিতে তাদের ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা (৫৩) এবং রায়ান রিকেলটন (৬১) মিলে ১১৬ রানের জুটি গড়েছিলেন। তাঁদের তৈরি করা জমিতে রানের ইমারত গড়েন সূর্যকুমার যাদব (৪৮ রানে অপরাজিত) এবং হার্দিক পাণ্ড্য (৪৮ রানে অপরাজি।)। রাজস্থানের কোনও ব্যাটারই রান করতে পারেননি। ১১৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।