IPL 2024

আইপিএল শুরুর মুখে ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, চোট পেয়ে ছিটকে গেলেন বিদেশি ক্রিকেটার

আইপিএল শুরুর পাঁচ দিন আগে ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। চোট পেয়ে প্রতিযোগিতায় অনিশ্চিত হয়ে পড়লেন দলের এক বিদেশি ক্রিকেটার। তাঁকে গত মিনি নিলামে কিনেছিল মুম্বই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৬:৩৯
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আইপিএল শুরু হতে বাকি আর পাঁচ দিন। ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের সাত দিন আগে ধাক্কা খেল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন দলের গুরুত্বপূর্ণ জোরে বোলার।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় এক দিনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ক। চট্টগ্রামের ম্যাচে পাওয়া চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি জোরে বোলারকে। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেও খেলতে পারবেন না মদুশঙ্ক।

শ্রীলঙ্কা দলের তরফে জানানো হয়েছে, ‘‘দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজ়ে মদুশঙ্কের পক্ষে আর খেলা সম্ভব নয়। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। এমআরআই স্ক্যান করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল স্টাফেরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’’

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন মদুশঙ্ক। এক দিনের বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স দেখে আইপিএলের মিনি নিলামে তাঁকে কিনেছিলেন মুম্বই কর্তৃপক্ষ। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াইয়ের পর ৪ কোটি ৬০ লাখ টাকা তাঁকে নিয়েছিল মদুশঙ্ক। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত করে জানানো হয়নি শ্রীলঙ্কা দলের পক্ষে। শ্রীলঙ্কার মেডিক্যাল স্টাফেরা প্রাথমিক ভাবে মনে করছেন চার সপ্তাহ মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে আইপিএলের প্রথমার্ধে তাঁকে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন মদুশঙ্ক। তাই চোট সারার পরেও তাঁকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আইপিএল খেলার অনুমতি দেবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন