তুষার দেশপাণ্ডে। —ফাইল চিত্র।
খেলা শুরু হওয়ার আগে জ্ঞান হারিয়েছিলেন তুষার দেশপাণ্ডে। তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। তুষার শুধু খেললেন না, দুই ইনিংস মিলিয়ে ৩৪ ওভার বলও করলেন। ৪ উইকেট নিয়ে মুম্বইকে জেতাতে সাহায্য করলেন। মুম্বইয়ের পেসারের এই লড়াইয়ের কথা জানা গিয়েছে তাঁর মুখেই।
আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তুষার। সেখানেই একটি ভিডিয়োয় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তুষার বলেন, “শ্রীনগরের মাঠে খেলা হচ্ছিল। ওখানে অক্সিজেন কম থাকে। প্রথম দিন খেলার আগে অনুশীলন করছিলাম। হঠাৎ জ্ঞান হারাই। ১০ সেকেন্ড জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর হাসপাতালে যাই। চিকিৎসকেরা কয়েকটা পরীক্ষা করে দেখেন। সকলে ভাবছিল, খেলতে পারব না।”
তুষার নিজে খেলার জন্য তৈরি ছিলেন। প্রথম দিন মুম্বই ব্যাট করছিল। ফলে তিনি কিছুটা সময় পান বিশ্রাম নেওয়ার। দ্বিতীয় দিন বল করে মুম্বই। ১৯ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। অধিনায়ক শার্দূল ঠাকুরের সঙ্গে নতুন বল সামলান তিনি। চতুর্থ ইনিংসেও বল করেন তুষার। ১৫ ওভারে ৫৬ রান দিয়ে নেন ১ উইকেটে। মুম্বইয়ের দু’টি ইনিংসে ব্যাট হাতেও ১০ রান করেন শার্দূল। মুম্বই জেতে ৩৫ রানে। অর্থাৎ, তাঁর রানও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
শ্বাসকষ্টের সমস্যা নিয়েও কেন খেলতে নেমে পড়েছিলেন তুষার। মুম্বইয়ের পেসার বলেন, “এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। গত বার জম্মু-কাশ্মীরের কাছেই হেরেছিলাম। তাই এ বার ওদের হারিয়ে শুরু করতে চেয়েছিলাম। আমার কাছেও গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দেড় বছর পর খেলতে নেমেছিলাম। তাই মরিয়া চেষ্টা করেছি।”