ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
শোনা গিয়েছিল আহত ঋষভ পন্থের পরিবর্তে ঈশান কিশনকে পাঠানো হবে ইংল্যান্ডে। কিন্তু তাঁরও চোট রয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দলে ঢুকতে পারেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার নারায়ণ জগদীশন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে এমনই জানা গিয়েছে।
পন্থের চোট যথেষ্ট গুরুতর। বৃহস্পতিবার ব্যাট করলেও উইকেট রক্ষা করার সম্ভাবনা নেই তাঁর। ম্যাঞ্চেস্টারে উইকেট রক্ষা করছেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে পন্থের খেলার কোনও সম্ভাবনা নেই। তাই পরিবর্ত ক্রিকেটার পাঠাতে হচ্ছে বিসিসিআইকে। প্রথম ঈশানের কথা ভাবা হলেও, তিনি কিছু দিন আগে চোট পেয়েছেন। ফিট হতে কিছু দিন সময় লাগবে তাঁর। এই পরিস্থিতিতে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জগদীশনকে ইংল্যান্ডে পাঠানোর কথা ভাবা হচ্ছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের সঙ্গে আলোচনা করে প্রধান নির্বাচক অজিত আগরকর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটারের উপরই আস্থা রাখছেন তাঁরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘পন্থের মেটাটারসাল (গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে অবস্থিত লম্বা পাঁচটি হাড়) ভেঙে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ওর পায়ের পরিস্থিতি ভাল নয়।’’ বোর্ড সূত্রে খবর, ম্যাঞ্চেস্টার টেস্টের মধ্যেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন জগদীশন। যদিও বিসিসিআই সরকারি ভাবে এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।