IPL 2025

‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে ইডেনে বাজল জাতীয় সঙ্গীত, আইপিএলে প্রথম জনগণমন!

ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বাজল জাতীয় সঙ্গীত। ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৯:৩২
Share:

ইডেনে দুই দলের ক্রিকেটারেরা বাহবা জানাচ্ছেন ভারতীয় সেনাকে। ছবি: এক্স।

আইপিএলে প্রথম বার ম্যাচ শুরুর আগে বাজল জাতীয় সঙ্গীত। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বাজল জাতীয় সঙ্গীত। ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হল। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানালেন। ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকার ডোয়াইল্ড ব্রেভিস।

Advertisement

মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা।পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসাবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ করে। সেনার সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’।

ইডেনে জাতীয় সঙ্গীত যখন বাজছে, তখন দুই দলের খেলোয়াড়েরা বাউন্ডারিতে দাঁড়িয়ে। সকলে দু’পাশে হাত রেখে স্থির হয়ে দাঁড়িয়ে। ব্যতিক্রম শুধু ব্রেভিস। তিনি বোধহয় বুঝতেই পারেননি ভারতের জাতীয় সঙ্গীত বাজছে। ব্রেভিস দাঁড়িয়ে হাত ঘোরাচ্ছিলেন। হঠাৎ দেখেন দলের বাকিরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই দেখে তিনিও দু’পাশে হাত রেখে দাঁড়িয়ে পড়েন।

Advertisement

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাব প্রদেশের ন’টি লক্ষ্যবস্তুতে আকাশ হামলা চালিয়েছে বায়ুসেনা। জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, লঞ্চিং প্যাডের পাশাপাশি পাক পঞ্জাবে ধ্বংস করা হয়েছে দুই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদর দফতর— মুরিদকেতে লশকর-এ-ত্যায়বার মাররাজ ত্যায়বা এবং বহাওয়ালপুরে জইশ-এ-মহম্মদের সদর মারকাজ় শুভানআল্লা। পাশাপাশি, পাক পঞ্জাবের সিয়ালকোটে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান ঘাঁটি মেহমুনা জোয়া রয়েছে এই তালিকায়।

শুরু হয়েছিল রাত ১টা বেজে ৫ মিনিটে। রাত দেড়টার মধ্যে কাজ শেষ! মাত্র ২৫ মিনিটে ২৪ বার আঘাত হেনে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement