Mohammed Shami

তৈরি কিট, করানো আছে ভিসাও, একটি কারণেই অস্ট্রেলিয়ার বিমানের টিকিট হাতে পাচ্ছেন না শামি

দীর্ঘ দিন খেলার মধ্যে না থাকায় শামির ওজন কিছুটা বেড়েছে। তাঁকে ওজন কমিয়ে ফিটনেস বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছিল। শামির ফিটনেস খতিয়ে দেখেছেন এনসিএর বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির জন্য মহম্মদ শামিকে কি অস্ট্রেলিয়ায় পাঠানো হবে? এখনও সিদ্ধান্ত নিতে পারেননি অজিত আগরকরেরা। জাতীয় নির্বাচকেরা অপেক্ষা করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) রিপোর্টের জন্য। সেখানে ফিটনেস পরীক্ষা দিচ্ছেন শামি।

Advertisement

চোট সারিয়ে এক বছর পর মাঠে ফেরা শামি কি পাঁচ দিনের ক্রিকেটের ধকল নিতে পারবেন? এই একটা প্রশ্নই ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তা এবং জাতীয় নির্বাচকদের। বাংলার হয়ে রঞ্জি ট্রফি একটি ম্যাচ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির সাতটি ম্যাচ খেলেছেন শামি। লাল বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আগরকরদের উৎসাহিত করলেও টি-টোয়েন্টি ম্যাচগুলিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি শামি।

বাংলার হয়ে খেললেও শামির দেখভালের জন্য রাজকোটে ছিলেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন পটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। দীর্ঘ দিন খেলার মধ্যে না থাকায় শামির ওজন কিছুটা বেড়েছে। তাঁকে ওজন কমিয়ে ফিটনেস বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছিল। বাংলার হয়ে খেলা আটটি ম্যাচে শামির ফিটনেস খতিয়ে দেখেছেন তাঁরা। এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গিয়েছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে। শামিকে দেখে আপাত ভাবে ভালই মনে হয়েছে সকলের। ওর জামাকাপড় সব তৈরি রয়েছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত শংসাপত্রের জন্য অপেক্ষা করছি।’’

Advertisement

শামি অস্ট্রেলিয়ার বিমানের টিকিট পাবেন কি না, তা এখন নির্ভর করছে এনসিএর ফিটনেস রিপোর্টের উপর। বিসিসিআই সূত্রে খবর, দু’-এক দিনের মধ্যেই শামির ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পেয়ে যাবেন আগরকরেরা। এনসিএর বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে শামিকে। সে ক্ষেত্রে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন শামি। বোর্ড কর্তারাও শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সব প্রস্তুতি সেরে রেখেছেন। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য শামির কিট প্রস্তুত। তাঁর ভিসাও করিয়ে রাখা হয়েছে।

এনসিএর ছাড়পত্র না পেলে অবশ্য এ বার আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলা না-ও হতে পারে বাংলার জোরে বোলারের। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement