নেপালের ক্রিকেটারেরা। ছবি: সমাজমাধ্যম।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম বার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ় খেলতে চলেছে নেপাল। নাম দেওয়া হয়েছে ‘ইউনিটি কাপ’। আমিরশাহির শারজায় খেলা হবে তিনটি ম্যাচ। তবে নেপাল ক্রিকেট দল সমস্যায়। দলের কোচ দুবাইয়ে পৌঁছে গেলেও নেপালের ক্রিকেটারেরা আটকে রয়েছেন দেশেই। তাঁরা এখনও ভিসা পাননি।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শারজায় শুরু হতে চলেছে সিরিজ়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নেপাল দলের একাধিক ক্রিকেটারের ভিসা এখনও আসেনি। তবে কোচ স্টুয়ার্ট ল এবং সহকারী কোচ জ্ঞানেন্দ্র মাল্লা দুবাই পৌঁছে গিয়েছেন।
ফলে গুরুত্বপূর্ণ এই সিরিজ়ের আগে নেপালের সূচি পুরোপুরি ঘেঁটে গিয়েছে। আপাতত আইসিসি এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছে নেপাল। ক্রিকেটারেরা যাতে সঠিক সময়ে আমিরশাহি পৌঁছতে পারেন তার চেষ্টা করা হচ্ছে।
আইসিসি-র টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের আগে ইউনিটি কাপই নেপালের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এই প্রথম বার কোনও টেস্ট খেলিয়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ় যে এই সিরিজ়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা ইতিমধ্যেই বোঝা গিয়েছে। তারা দল ঘোষণা করে দিয়েছে। অধিনায়ক শাই হোপ, পেসার আলজারি জোসেফ, ব্যাটার জনসন চার্লসের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
স্পিনার আকিল হোসেন অধিনায়কত্ব করবেন। এ ছাড়া ফ্যাবিয়ান আলেন, জেসন হোল্ডার, কাইল মেয়ার্সের মতো ক্রিকেটারেরা দলে রয়েছে। পাঁচ জন ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হতে পারে। এঁদের মধ্যে নবীন বিদাইসি, জ়িশান মোতারা, রামন সিমন্ডস, আমির জাঙ্গুরা রয়েছেন।