Kolkata Knight Riders

আইপিএল জয়ী কেকেআরের ‘কঠিন’ দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে, খুশি ‘পণ্ডিত স্যর’-কে পেয়ে

এই বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব রাহানের কাঁধে। সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে। আপ্লুত পণ্ডিতকে পাশে পেয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১২:৩৩
Share:

অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

ছ’বছর পর আবার আইপিএলে অধিনায়ক অজিঙ্ক রাহানে। এই বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব তাঁর কাঁধে। সঙ্গে রয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দায়িত্ব পেয়ে গর্বিত রাহানে। আপ্লুত পণ্ডিতকে পাশে পেয়ে।

Advertisement

নিলামে দেড় কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছিল কলকাতা। দু’বছর আগে কেকেআরে ছিলেন তিনি। এ বার ফিরলেন এবং পেলেন অধিনায়কের দায়িত্বও। গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলের দায়িত্ব নিয়ে গর্বিত রাহানে। সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে পণ্ডিত স্যর এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যর কী ভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয়।”

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) এই মরসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন রাহানে। মুম্বই দলের অধিনায়কও ছিলেন তিনি। রাহানে বলেন, “আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তা হলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরসুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।”

Advertisement

আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রাহানে। এ বার কেকেআরের দায়িত্ব তাঁর কাঁধে। ট্রফি জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রাহানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement