ICC Champions Trophy 2025

কপাল ফেটে যাওয়া রাচিন আবার স্বমেজাজে, ‘অদ্ভুত’ চোট সারিয়ে শতরানে নিউ জ়িল্যান্ড ব্যাটার

ত্রিদেশীয় সিরিজ়ে অদ্ভুত ভাবে চোট লেগেছিল রাচিন রবীন্দ্রের। সেই চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। শতরান করে ম্যাচও জেতালেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫
Share:

রাচিন রবীন্দ্র। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ে অদ্ভুত ভাবে চোট লেগেছিল রাচিন রবীন্দ্রের। সেই চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। শতরান করে ম্যাচও জেতালেন।

Advertisement

রাচিন মনে করেন অদ্ভুত ভাবে চোট লেগেছিল তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে তিনি বলেন, “সত্যিই অদ্ভুত চোট। এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। আমাদের দলের চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ। কোচ, ফিজ়িয়ো এবং চিকিৎসকেরা আমাকে খুব ভালবাসে। তারা প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করেছে। সকলকে ধন্যবাদ।”

ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। মহম্মদ রিজ়ওয়ানদের ইনিংসের ৩৮তম ওভারে মিচেল ব্রেসওয়েলের বলে খুশদিল শাহ ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে তুলে শট মারেন। সেখানে ফিল্ডার ছিলেন রাচিন। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেন। বলের কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ফ্লাডলাইটের আলো পড়ায় শেষ মুহূর্তে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। বলের গতিপথ বুঝতে পারেননি। সরাসরি তাঁর মুখে গিয়ে বল লেগেছিল। বলের আঘাতে রক্তাক্ত মুখ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

Advertisement

এই চোটের কারণে রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। সোমবার ব্যাট করতে নেমে ১০৫ বলে ১১২ রান করেন। রাচিন এবং টম লাথাম মিলে ১২৯ রানের জুটি গড়েন। তাঁদের দাপটেই ৩.৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউ জ়িল্যান্ড।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement