ICC ODI World Cup 2027

এক দিনের বিশ্বকাপে কোহলি-রোহিতকে চান ব্রেসওয়েল! ভারতের দুই ব্যাটারের পাশে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক

ভারত-নিউ জ়িল্যান্ডের তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হবে ১১ জানুয়ারি থেকে। তার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশে দাঁড়ালেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও উদ্বিগ্ন নন মাইকেল ব্রেসওয়েল। ২০২৭ সালের বিশ্বকাপে কোহলি এবং রোহিতকে প্রতিপক্ষ হিসাবে পেতে চান নিউ জ়িল্যান্ডের এক দিনের দলের অধিনায়ক। তাঁর মতে, আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা হবে না ভারতের দুই সিনিয়র ব্যাটারের।

Advertisement

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে দল নিয়ে এসেছেন ব্রেসওয়েল। এই সিরিজ়ের ভারতীয় দলে রয়েছেন কোহলি এবং রোহিত। ফর্মে থাকা প্রতিপক্ষ দলের দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে ব্রেসওয়েল অবশ্য উদ্বিগ্ন নন। দেশ ছাড়ার আগে নিউ জ়িল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিউয়ি অধিনায়ক বলেছেন, ‘‘আমি চাই ওরা আগামী বিশ্বকাপেও খেলুক। ওরা এখনও দুর্দান্ত ক্রিকেট খেলছে। ওদের থামার কোনও কারণ নেই।’’ আপনি কি কোহলি এবং রোহিতের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী? ব্রেসওয়েল বলেছেন, ‘‘দু’জনেই দারুণ খেলছে। কেন আশাবাদী হব না। ওদের পরিসংখ্যানের দিকে তাকান। এর পর আর কী বলার থাকতে পারে! ব্যক্তিগত বা দলের জন্য পারফরম্যান্স দেখুন। দুর্দান্ত সব ভারতীয় দলের সদস্য ছিল ওরা। দু’জনেই ভারতকে নেতৃত্ব দিয়েছে। শুধু অধিনায়ক হিসাবে নয়, ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়েছে। এখনও দিচ্ছে। কেউ কেউ হয়তো ওদের ততটা ধর্তব্যের মধ্যে রাখতে চাইছে না। কিন্তু আমি তেমন মনে করি না।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে মিচেল স্যান্টনারকে রাখেননি নিউ জ়িল্যান্ডের নির্বাচকেরা। বিশ্বকাপে স্যান্টনারই নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন। অভিজ্ঞ স্যান্টনারের অভাব অনুভব করবেন বলে জানিয়েছেন ব্রেসওয়েল। তিনি বলেছেন, ‘‘কিছু করার নেই। এক দিনের সিরিজ়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের পিচ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। নিঃসন্দেহে কঠিন সিরিজ়। আমাদের সেরাটা দিতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement