Nitish Kumar Reddy Injured

এ বার চোট ভারতের আরও এক ক্রিকেটারের, নেই টি-টোয়েন্টি সিরি‌জ়‌ের প্রথম তিনটি ম্যাচে

এক দিনের সিরিজ়‌ের শেষ ম্যাচে শ্রেয়স আয়ার চোট পাওয়ায় এমনিতেই চিন্তা বেড়েছে ভারতের। এ বার আরও এক ক্রিকেটার চোট পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজ়‌ের প্রথম তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:০৪
Share:

অনুশীলনে ভারতের ক্রিকেটারেরা। বাঁ দিক থেকে দ্বিতীয় নীতীশ রেড্ডি। ছবি: সমাজমাধ্যম।

এক দিনের সিরিজ়‌ের শেষ ম্যাচে শ্রেয়স আয়ার চোট পাওয়ায় এমনিতেই চিন্তা বেড়েছে ভারতের। এ বার আরও এক ক্রিকেটার চোট পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজ়‌ের প্রথম তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।

Advertisement

সেই ক্রিকেটার হলেন নীতীশ কুমার রেড্ডি। এ দিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় বোর্ড একটি বিবৃতি দেয়। জানানো হয়েছে, নীতীশ প্রথম তিনটি টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন। দ্বিতীয় এক দিনের ম্যাচে কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে সেরে উঠতেই ঘাড়ে চোট পেয়েছেন তিনি। ফলে ঘাড় ঘোরাতে এবং নড়াচড়া করতে সমস্যা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতীশের। হার্দিক পাণ্ড্যের জায়গায় দলে ঢুকেছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে যান। ক্রিকেটে ফেরার আগে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত।

Advertisement

এশিয়া কাপ ফাইনালের পর প্রথম বার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেছে ভারত। ক্যানবেরায় প্রথম ম্যাচে দু’জন জোরে বোলার এবং তিন জন স্পিনার নিয়ে নেমেছে ভারত। শিবম দুবে রয়েছেন অলরাউন্ডার হিসাবে। আরও এক বার অর্শদীপ সিংহকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। নেওয়া হয়েছে গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে। জসপ্রীত বুমরাহের পাশে দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement