ICC Women ODI World CUP 2025

রবিবার আবার ভারত-পাক! ‘বিমান ওড়ানো’ ফতিমাদের বিরুদ্ধে শুধু ক্রিকেট খেলাই চান হরমন, হাত মেলাবেন কি?

পুরুষদের ক্রিকেটের মতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস নেই মহিলাদের ক্রিকেটে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এক চেটিয়া দাপট। তবু দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের আঁচ পড়ার সম্ভাবনা থাকছেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০
Share:

(বাঁ দিকে) ফতিমা সানা এবং হরমনপ্রীত কৌর (ডান দিকে)। —ফাইল চিত্র।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের আবহ উত্তপ্ত হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক। দু’দেশের সম্পর্কের প্রভাব কি মহিলাদের এক দিনের বিশ্বকাপেও পড়বে? আগামী রবিবার, ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌর কি সে দিন করমর্দন করেন ফতিমা সানার সঙ্গে?

Advertisement

মহিলাদের বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফতিমারা তাঁদের সব ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়। এশিয়া কাপের উত্তাপের পর ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের ‘বয়কট’ করেছেন সূর্যকুমার যাদবেরা। সলমন আলি আঘাদের সঙ্গে কথা বলেননি। রীতি মেনে টসের সময় বা খেলার পর করমর্দনও করেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন তাঁরা।

সূর্যকুমারদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরন আকমল সুর চড়িয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমাদের মহিলা দলের পাশে থাকা উচিত। বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা উচিত হবে না। আমাদেরও একটা কঠোর অবস্থান নেওয়া দরকার।’’ এশিয়া কাপের হরমনপ্রীতদের উপর যে চাপ থাকবে তা মেনে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শোভা পন্ডিতও। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সংঘাতপূর্ণ পরিস্থিতি নিঃসন্দেহে খেলার বাইরেও ক্রিকেটারদের চাপে রাখবে। তবে এই পরিস্থিতি আমি আমাদের দলের সঙ্গেই থাকব। চাইব হরমনপ্রীতেরাও যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে। ওদের কাউকে জড়িয়ে ধরার দরকার নেই। ওদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই।’’ আর এক প্রাক্তন ক্রিকেটার সন্ধ্যা আগরওয়ালের অবস্থানও একই রকম। তিনি বলেছেন, ‘‘হরমনপ্রীতদের উচিত পুরুষদের দলকে অনুসরণ করা। সূর্যকুমার যেমন আচরণ করেছে, হরমনপ্রীতেরও তেমনই করা উচিত। এ জন্য ভারতীয় দলের উপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে হয় না।’’ তাঁর বক্তব্য, কাউকে অসম্মান করার প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উপেক্ষাই জবাব হোক।

Advertisement

মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতীয় শিবির থেকে পাকিস্তান ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর আগে এক সাক্ষাৎকারে পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের সাজঘরে এ সব নিয়ে কোনও কথাই হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা শুধু একটা জিনিস করতে পারি। সেটা হল, মাঠে নেমে ক্রিকেট খেলা। অন্য কিছু নিয়ে ভাবার ভাবছি না আমরা। বাকি কিছু আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সেগুলো নিয়ে ভাবতেও চাইছি না।’’ ভারতীয় দলের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচে তাঁরা শুধু ক্রিকেট খেলবেন।

অন্য দিকে, ভাইরাল হয়েছে ফতিমার একটি ভিডিয়ো। যাতে তাঁকে হ্যারিস রউফের বিতর্কিত আচরণ নকল করতে দেখা গিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলেছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ হয় গত ২১ সেপ্টেম্বর। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় রউফ হাতের মুদ্রায় বোঝাতে চেয়েছিলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। পরের দিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামেন ফতিমারা। সেই ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে দলের ডাগ আউটের কাছে ফিল্ডিং করার সময় রউফের হাতের সেই মুদ্রা নকল করেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। যদিও তাঁর মুখে ছিল হাসি।

মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবহ কিছুটা উত্তপ্তই। নরম মানসিকতা দেখানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ভারতীয় শিবির থেকে। গত মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারতের কাছে ১০৭ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচের পর দু’দলের ক্রিকেটারদের এক সঙ্গে আড্ডা দিতে, রসিকতা করতে দেখা গিয়েছিল। পাকিস্তানের তৎকালীন অধিনায়ক মিসবা মারুফের ছ’মাসের মেয়েকে কোলে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল স্মৃতি মন্ধানাদের। এক দিনের ম্যাচে দু’দলের সেই শেষ দেখা। এ বার তেমন কিছু আশা করা কঠিন। বিশেষ করে এশিয়া কাপের উত্তাপের পর।

দলগত শক্তির নিরিখে ভারতের মহিলা দল অনেক এগিয়ে পাকিস্তানের মহিলা দলের থেকে। এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটে দু’দল মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটি ম্যাচই বড় ব্যবধানে জিতেছে ভারত। পুরুষদের ক্রিকেটের মতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস নেই। তবু দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের মোড়কে ‘যুদ্ধ’-এর সম্ভাবনা থাকছেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement