bronco test for team india

ব্রঙ্কো টেস্ট দেননি রোহিত, শুভমনেরা! বোর্ডের ফিটনেস পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, বেঙ্গালুরুতে কী করলেন ভারতের ক্রিকেটারেরা?

গত কয়েক দিন ধরেই বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন ভারতের ক্রিকেটারেরা। এ বার জানা গেল, কাউকেই ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি। কারণ এই পরীক্ষা এখনও চালুই হয়নি ভারতীয় ক্রিকেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং শুভমন গিল। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেটারদের ফিট রাখতে সম্প্রতি ‘ব্রঙ্কো টেস্ট’ চালু করেছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। গত কয়েক দিন ধরেই বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন ভারতের ক্রিকেটারেরা। এ বার জানা গেল, কাউকেই ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি। কারণ এই পরীক্ষা এখনও চালুই হয়নি ভারতীয় ক্রিকেটে।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ভারতীয় দলে যে ফিটনেস পরীক্ষাগুলি চালু রয়েছে, রোহিত শর্মা, শুভমন গিল-সহ বাকি ক্রিকেটারেরা সেই পরীক্ষাই দিয়েছেন। কাউকেই ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি। সাধারণ শারীরিক পরীক্ষা, ক্ষিপ্রতা পরীক্ষা এবং ইয়ো-ইয়ো পরীক্ষা করা হয়েছে।

বোর্ডের এক সূত্র বলেছেন, “এশিয়া কাপের জন্য সকলে দুবাইয়ে পৌঁছলে ব্রঙ্কো পরীক্ষা হতে পারে। বুধবার রাতেই রওনা দেওয়ার কথা। শুক্রবার প্রথম অনুশীলন রয়েছে। যদি দল পরিচালন সমিতি এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু চান, তা হলেই ব্রঙ্কো পরীক্ষা করা যেতে পারে।”

Advertisement

আপাতত এর জন্য দল নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। নতুন মরসুম শুরুর আগে লম্বা বিরতিতে থাকেন ক্রিকেটারেরা। বোর্ড চায়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং ভবিষ্যতে নজরে থাকা ক্রিকেটারদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে।

আগামী দিনে ব্রঙ্কো টেস্টে পাশ করলে তবেই দলে ঢোকা যাবে কি না, তা এখনও জানা যায়নি। ভারতের প্রাক্তন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের মতে, পরীক্ষায় ব্যর্থ হলেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে বিষয়টি এমন নয়।

সোহম বলেছেন, “২০১৯ বিশ্বকাপের আগে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী তৎকালীন ট্রেনার শঙ্কর বসুকে নির্দেশ দিয়েছিলেন দলের ফিটনেস একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিতে। সকলেই তাতে রাজি হয়েছিল। তারা চেয়েছিল, বিশ্বকাপের আগে ফিটনেসের দিক থেকে শীর্ষে থাকতে। তাই দলে ঢুকতে গেলে ফিটনেস পরীক্ষায় পাশ করতেই হত। সব সময়ে সেটা না-ও হতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement