Virat Kohli

Novak Djokovic: পিটারসেনের বার্তায় সাড়া দিয়ে কোহলীর পাশে টেনিস তারকা

ফেডেরার, জোকোভিচের সঙ্গে কোহলীর পরিচয় নতুন নয়। টেনিস দুনিয়া থেকেও সমর্থন পেলেন। পিটারসেনের বার্তার মাধ্যমেই কোহলীর পাশে দাঁড়ালেন জোকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ২২:৪৪
Share:

কোহলীর পাশে এ বার জোকোভিচ। ফাইল ছবি।

ছন্দে না থাকা বিরাট কোহলীর সমালোচনা করছেন অনেকে। কঠিন সময় তাঁর পাশেও দাঁড়াচ্ছেন বহু মানুষ। পাশে থাকা সেই মানুষদের তালিকায় এ বার যোগ হল নোভাক জোকোভিচের নামও।

Advertisement

দিন কয়েক আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন নেটমাধ্যমে কোহলীর পাশে থাকার বার্তা দেন। ভারতের প্রাক্তন অধিনায়ককে উৎসাহিত করেন। ইনস্টাগ্রামে তাঁর সেই পোস্টে লাইক দিয়েছেন জোকোভিচ। ছন্দ হারানো ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে থাকার বার্তা দিয়েছেন ২১ গ্র্যান্ড স্ল্যামের মালিক। ক্রিকেট দুনিয়ার বাইরের কোনও বিশ্বখ্যাত খেলোয়াড়ের কাছ থেকেও এ বার সমর্থন পেলেন কোহলী।

নেটমাধ্যমে পিটারসেন লিখেছিলেন, ‘বন্ধু তোমার ক্রিকেটজীবনে এমন কিছু ইনিংস রয়েছে, যেগুলো খেলতে পারলে সকলেই খুশি হত। বিশেষ করে যাঁদের এখন আর খেলার সুযোগ নেই, তাঁরা খুশিই হতেন। তুমি গর্বিত হও। সামনে এগিয়ে চল। জীবনকে উপভোগ কর। ক্রিকেট ছাড়া আরও অনেক কিছু রয়েছে। তুমি ঠিক ফিরে আসবে।’ পিটারসেনের এই পোস্টেই লাইক দিয়েছেন জোকার।

Advertisement

জোকোভিচ উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর নেটমাধ্যমে তাঁকে অভিনন্দন জানান কোহলী। টেনিস তাঁর অন্যতম প্রিয় খেলা। কোহলীকে টেনিসের দর্শকাসনেও দেখা গিয়েছে একাধিকবার। রজার ফেডেরার, জোকোভিচের মতো বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়রাও চেনেন তাঁকে। সেই সুবাদে জোকোভিচের সমর্থন হয়তো কোহলীর কাছে অপ্রত্যাশিত নয়।

বিভিন্ন দেশের বহু প্রাক্তন, বর্তমান ক্রিকেটার কোহলীর পাশে রয়েছেন। সমর্থন এসেছে সীমান্তের ওপারে বাবর আজমের কাছ থেকেও। পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা-সহ গোটা ভারতীয় দলও। অনেকেই আশা করছেন দ্রুত চেনা ছন্দে দেখা যাবে কোহলীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন