Ravichandran Ashwin

নিজের শর্তে খেলতে চান অশ্বিন, বিদেশের ক্রিকেট লিগে জোড়া ভূমিকায় দেখা যাবে অফ স্পিনারকে

আইপিএল থেকে অবসর নিলেও আরও দু’বছর খেলতে চান রবিচন্দ্রন অশ্বিন। তবে খেলবেন নিজের শর্তে। ইংল্যান্ড অথবা দুবাইয়ে তাঁকে খেলতে দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৫৩
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আইপিএল থেকে গত বুধবার অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন অফস্পিনার। এখন তাঁর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ খেলা। ক্রিকেটারের পাশাপাশি আরও একটি ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

কোন দেশের লিগে খেলবেন, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি অশ্বিন। তবে খেলা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন। অশ্বিন বলেছেন, ‘‘জীবনে কোনও আক্ষেপ রাখতে চাই না। অবশ্যই ক্রিকেট খেলব। ক্রিকেট আমাকে ভীষণ আনন্দ দেয়।’’ অশ্বিন কোন দেশের লিগে খেলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এ বার তাঁর খেলার সুযোগ নেই। ওই প্রতিযোগিতার নিলামে নাম নথিভুক্ত করার সুযোগ নেই আর। আগামী ৯ সেপ্টেম্বর এসএ টি-টোয়েন্টির নিলাম। তাই মনে করা হচ্ছে, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড অথবা আইএল টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে তাঁকে। আইএস টি-টোয়েন্টির বেশ কয়েকটি দলের মালিক ভারতীয়েরা। তাই এই প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। দুবাইয়ের এই প্রতিযোগিতায় কোনও দলের কোচ এবং ক্রিকেটারের দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘‘ক্রিকেটজীবনের শেষ দু’বছর উপভোগ করতে চাই। আশা করব, আমাকে আর কেউ বিচার করবে না। নিজের শর্তে জীবন কাটাতে পারব।’’

ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি অশ্বিন। তাঁর কথায় বোঝা গিয়েছে, আরও দু’বছর খেলতে চান এবং নিজের শর্তে খেলতে চান। তা থেকেই মনে করা হচ্ছে, কারও কোচিংয়ে হয়তো আর খেলতে চাইছেন না ৩৮ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement