ওভালের মাঠে সকাল থেকে এমনই মেঘ। ছবি: সমাজমাধ্যম।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। সিরিজ় ড্র করতে হলে ভারতকে এই টেস্ট জিততেই হবে। তবে আবহাওয়া বিরূপ হয়ে দাঁড়াতে পারে। টেস্টের প্রতি দিনই আকাশ তো মেঘলা থাকবেই। শেষ দু’দিন বৃষ্টি হতে পারে। এমনকি, ম্যাচের দিন সকাল থেকেই লন্ডনে বৃষ্টি হচ্ছে।
লন্ডনে ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তা থামার কোনও লক্ষণ নেই। বৃষ্টির বেগ কখনও বাড়ছে, কখনও কমছে। স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু খেলা। তবে যা পরিস্থিতি, তাতে নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন।
দুঃসংবাদ শুনিয়েছে বিবিসি-র আবহাওয়ার পূর্বাভাস। তারা জানিয়েছে, স্থানীয় সময় অন্তত সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টি চলবে। ম্যাচ শুরুর সময়, অর্থাৎ সকাল ১১টায় ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। পরের দু’ঘণ্টায় তা বিশেষ বদলাবে না। একটু কমতে পারে বিকেল ৪টে থেকে। সন্ধ্যা ৭টার পর পুরোপুরি বৃষ্টি থামার পূর্বাভাস রয়েছে। তার আগের পুরো সময়টাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
‘অ্যাকুওয়েদার’ ওয়েবসাইটেও একই পূর্বাভাস রয়েছে। সেখানেও সকাল ৯টা থেকে বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ১২টা থেকে ২টো পর্যন্ত বৃষ্টি হবে না। দুপুর ৩টে থেকে আবার বৃষ্টি হতে পারে, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
অর্থাৎ দুই ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনের খেলা হওয়ার সম্ভাবনা কম। পিছিয়ে যাবে টসও। তবে আগের ম্যাচগুলিতে সব ক্ষেত্রে পূর্বাভাস মেলেনি। বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়নি। আপাতত সমর্থকদের আশা, এ বারও যেন পূর্বাভাস না মেলে এবং খেলা হয়।