2028 Summer Olympics

অলিম্পিক্স ক্রিকেটে বাদ পড়ার সম্ভাবনা পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের! আইসিসি-র নিয়ম নিয়ে ক্ষোভ দুই দেশের

তিন বছর পর অলিম্পিক্স আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেসে। ১২৮ পর সেখানে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে সেই প্রতিযোগিতায় পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের মতো দেশই হয়তো খেলতে পারবে না। নেপথ্যে আইসিসি-র একটি নিয়ম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৬:৩৪
Share:

অলিম্পিক্সের লোগো। — ফাইল চিত্র।

তিন বছর পর অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেসে। ১২৮ পর সেখানে প্রত্যাবর্তন হচ্ছে ক্রিকেটের। তবে সেই প্রতিযোগিতায় পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ডের মতো দেশই হয়তো খেলতে পারবে না। নেপথ্যে আইসিসি-র একটি নিয়ম।

Advertisement

জানা গিয়েছে, ছয় দলের প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা চলছে। আমেরিকা খেলবে আয়োজক দেশ হিসাবে। বাকি থাকছে পাঁচটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির ইচ্ছা, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ অলিম্পিক্সে ক্রিকেটে খেলুক। এতে সব মহাদেশের প্রতিনিধি থাকবে। আইসিসি-ও তাতে সম্মতি দিয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরে হওয়া আইসিসি-র সভায় ঠিক হয়েছে, অলিম্পিক্সে খেলার জন্য আঞ্চলিক যোগ্যতা অর্জন পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এশিয়া, ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকার সেরা দল অলিম্পিক্সে খেলবে। ফলে আয়োজক দেশ এবং চারটি মহাদেশের একটি করে দল ধরলেও বাকি থাকছে একটি জায়গা। কী ভাবে সেই শূন্যস্থান পূরণ হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

Advertisement

আইসিসি এবং আইওসি-র সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান এবং নিউ জ়‌িল্যান্ড। কারণ সেরা দলের নিয়ম মানা হলে তাদের অলিম্পিক্সে খেলা হবে না। এই নিয়মে ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) এবং অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে থাকবে ইংল্যান্ড। যদিও তারা অলিম্পিক্সে নামবে গ্রেট ব্রিটেন হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement