বাবর আজ়ম। —ফাইল চিত্র।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না, সেই জল্পনার মাঝেই আলোচনা চলছে বাবর আজ়মকে নিয়ে। বিগ ব্যাশ লিগে খুব খারাপ খেলেছেন বাবর। তার পরেও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে বাবরকে। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা মনে করেন, বিশ্বকাপে বাবর তাঁর তুরুপের তাস হতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে সাংবাদিক বৈঠকে সলমনের অনুরোধ, বাবরকে একা থাকতে দেওয়া হোক। তিনি বলেন, “আমার একটাই ইচ্ছা। এক দিন এমন সাংবাদিক বৈঠকে বসব যেখানে বাবরকে নিয়ে কোনও প্রশ্ন হবে না। দলে তো আরও ১৪ জন আছে। ওদের নিয়ে কথা বলুন। বাবরকে একা থাকতে দিন।”
বিগ ব্যাশে খারাপ খেললেও বাবরের ফর্ম নিয়ে চিন্তা নেই সলমনের। তিনি বলেন, “আপনারা বলতে পারে, বিগ ব্যাশে বাবর ভাল খেলতে পারেনি। কিন্তু ও ভাল ব্যাট করছে। নেটে ওকে দেখছি। দেশের হয়ে ও বরাবর ভাল খেলেছে। এই দলে ওর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ বাবর। ও বিশ্বকাপে আমাদের তুরুপের তাস হতে পারে।”
বিগ ব্যাশে ১১ ম্যাচ খেলে মাত্র ২০২ রান করেছেন বাবর। ২২.৪৪ গড় ও ১০৩.০৬ স্ট্রাইক রেটে খেলেছেন তিনি। একটি ম্যাচে তো বাবরকে সিঙ্গল নিতে দেননি বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের অধিনায়ক স্টিভ স্মিথ। বাবর নাকি এই ব্যবহারে অসন্তুষ্ট হয়েছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি।
পুরো মরসুম খেলতে পারেননি বাবর। তাঁকে পাকিস্তানের জাতীয় দলে ডেকে নেওয়া হয়। ফলে বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ পাবেন বাবর। তিনি অধিনায়কের ভরসার দাম দিতে পারেন কি না, সেটাই দেখার।