India Vs Pakistan in Asia Cup 2025

ভারতকে হারানোর নীল নকশা তৈরি! সূর্যদের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নামার আগে বলে দিলেন পাকিস্তানের কোচ

এশিয়া কাপের ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি। আগের দু’টি ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানকে। তবে ফাইনালের আগে ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি বলে দাবি পাক কোচের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮
Share:

পাকিস্তানের ক্রিকেটারদের এই উচ্ছ্বাস কি রবিবার ভারতের বিরুদ্ধেও দেখা যাবে? ছবি: রয়টার্স।

আগের দু’টি ম্যাচের কথা ভুলে যেতে চাইছেন মাইক হেসন। পাকিস্তানের কোচ শুধু রবিবারের ম্যাচের কথা ভাবছেন। কারণ, তিনি জানেন, রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতে পারলেই আগের দুই ম্যাচের সব সমালোচনা বন্ধ হয়ে যাবে। ফাইনালের আগে ভারতকে হারানোর নীল নকশা তাঁর তৈরি করা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন হেসন। দলের ক্রিকেটারদের একটি কথাই বলে চলেছেন হেসন।

Advertisement

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে সাংবাদিক বৈঠকে হেসন জানিয়েছেন, আপাতত শুধু ক্রিকেটের দিকেই সকলকে মন দিতে বলেছেন তিনি। পাকিস্তানের কোচ বলেন, “আমি ওদের বলেছি খেলার দিকে মন দিতে। বাকি সব ভুলে যেতে। আমরা ক্রিকেট নিয়েই ভাবি। সেটাই আমাদের কাজ। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ, আলাদা উত্তেজনা কাজ করে। তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে। তবে আমরা ক্রিকেটের বাইরে কিছু ভাবব না।”

চলতি এশিয়া কাপে ভারতের কাছে দু’বার হেরেছে পাকিস্তান। তবে এখনও একটা সুযোগ রয়েছে তাদের কাছে। সে দিকেই নজর হেসনের। পাক কোচ বলেন, “আমাদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এ বার আমাদের কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠে সেটা করে দেখাতে হবে।” হেসন আরও বলেন, “আমাদের ট্রফি জেতার সুযোগ রয়েছে। আমরা ১৪ ও ২১ তারিখ খেলেছি। সেই দু’দিন হারতে হয়েছে। কিন্তু আসল হল রবিবারের ম্যাচ। সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেই ম্যাচে নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করব।”

Advertisement

প্রথম ম্যাচে ভারতের সামনে উড়ে গিয়েছিল পাকিস্তান। তবে সুপার ফোরের ম্যাচে লড়াই করেছে তারা। সেই লড়াইয়ের কথা সকলকে মনে করিয়ে দিয়েছেন হেসন। তিনি বলেন, “প্রথম ম্যাচে আমরা ওদের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি। প্রথম ম্যাচে চাপ ছিল। তবে দ্বিতীয় ম্যাচে আমরা অনেক ক্ষণ ওদের চাপে রেখেছিলাম। তবে ১০ ওভার বা পাওয়ার প্লে ভাল খেললে হবে না। ভারত টি২০-র এক নম্বর দল। ওদের হারাতে হলে একটা বড় সময় ধরে ওদের উপর চাপ রাখতে হবে। তবেই আমরা জিততে পারব।”

শেষ সাত বারের সাক্ষাতে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তার মধ্যে তিনটি এক দিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি রয়েছে। তবে বড় প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে ফাইনালে পাকিস্তানের রেকর্ড ভাল। পাঁচ বারের মধ্যে তিন বার জিতেছে তারা। শেষ বার ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৫০ রানে হারিয়েছিল পাকিস্তান। আরও এক বার সেই কীর্তি করার চেষ্টায় হেসনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement