Asia Cup 2025

এশিয়া কাপ থেকে বাদ পড়েই অন্য দেশে ক্রিকেট খেলতে গেলেন রিজ়‌ওয়ান, কোন দলে সই করলেন পাক ক্রিকেটার?

একসময় পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। অধিনায়কও হয়েছেন। সেই মহম্মদ রিজ়‌ওয়ানকে এশিয়া কাপের দলে নেননি নির্বাচকেরা। ক্রিকেট খেলতে তাই অন্য দেশে পাড়ি দিলেন রিজ়‌ওয়ান। কোথায় গেলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৪:৪৭
Share:

মহম্মদ রিজওয়ান। — ফাইল চিত্র।

একসময় পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। অধিনায়কও হয়েছেন। সেই মহম্মদ রিজ়‌ওয়ানকে এশিয়া কাপের দলে নেননি নির্বাচকেরা। ক্রিকেট খেলতে তাই অন্য দেশে পাড়ি দিলেন রিজ়‌ওয়ান। পাকিস্তানের উইকেটকিপার এ বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন। তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে যোগ দিয়েছেন।

Advertisement

আফগানিস্তানের জোরে বোলার ফজলহক ফারুকির জায়গায় রিজ়‌ওয়ানকে নিয়েছে প্যাট্রিয়টস। ফারুকি এ বার দেশের হয়ে খেলতে যাবেন। আমিরশাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ় রয়েছে আফগানিস্তানের।

বৃহস্পতিবার প্যাট্রিয়টসের খেলা রয়েছে বার্বাডোজ় রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে রিজ়‌ওয়ান খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। না হলে ২৪ অগস্ট অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে মাঠে নামতে পারেন রিজ়‌ওয়ান।

Advertisement

পাক বোর্ডের তরফে রিজ়ওয়ান খুব সহজেই অনাপত্তি শংসাপত্র (এনওসি) পেয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। এই প্রথম বার সিপিএলে খেলবেন রিজ়ওয়ান। পাকিস্তানের অনেকেই এই লিগে খেলেন। বৃহস্পতিবারই রিজ়‌ওয়ান মুখোমুখি হতে পারেন উসামা মিরের, যিনি অ্যান্টিগার হয়ে খেলেন। রিজ়ওয়ানের দল প্যাট্রিয়টসের হয়ে পাকিস্তানের নাসিম শাহ এবং আব্বাস আফ্রিদি খেলেন।

এ ছাড়াও ফ্যালকন্সের হয়ে খেলেন ইমাদ ওয়াসিম, ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেন মহম্মদ আমির এবং জামাইকা টালাওয়াসের হয়ে খেলেন সলমন ইরশাদ। পাক বোর্ডের নিয়ম অনুযায়ী, এক বছরে সর্বোচ্চ দুটো বিদেশি লিগে খেলতে পারেন চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা। আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেছেন রিজ়‌ওয়ান। এ বার খেলবেন সিপিএলে। অর্থাৎ আর কোনও বিদেশি লিগে এ বছর খেলা হবে না তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement