Pakistan Cricket

হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন?

অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার শিকার পাকিস্তানের ক্রিকেটারেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সে দেশে গিয়েছে তারা। সেখানে পৌঁছে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয় পাকিস্তান দলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩
Share:

বাবর আজম। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার শিকার পাকিস্তানের ক্রিকেটারেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সে দেশে গিয়েছে তারা। সেখানে পৌঁছে পাক ক্রিকেটারদের নিজেদের জিনিসপত্র নিজেদেরই ট্রাকে তুলতে হল। বিমানবন্দরে ছিলেন না অস্ট্রেলিয়া বোর্ডের কোনও আধিকারিক। সাহায্য করতেও কেউ এগিয়ে আসেননি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement

বিমানবন্দরে দল পৌঁছলে সাধারণত দলের কর্মীরাই মালপত্র তুলে দেন বাসে। পুরোটাই দেখভাল করেন দলের ম্যানেজার এবং স্থানীয় ম্যানেজার। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও প্রতিনিধিদের দেখা যায়নি পাকিস্তান দলকে স্বাগত জানানোর জন্য। কোনও অভ্যর্থনা না থাকায় প্রশ্ন উঠেছে আয়োজকদের নিয়েও। বিমানবন্দরে নামলেই যদি এ রকম হয়, তা হলে থাকার ব্যবস্থা বা বাকি সিরিজ়ে কেমন ব্যবস্থা হবে, সেটা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে।

দলের সিনিয়র ক্রিকেটার মহম্মদ রিজ়ওয়ানকে ওই ভিডিয়োয় দেখা গিয়েছে নিজের মালপত্র ট্রাকে তুলতে। দেখা গিয়েছে নবনিযুক্ত অধিনায়ক শান মাসুদকেও। অনভ্যস্ত হাতে এই কাজ করতে গিয়ে ক্রিকেটারদের বেশ বেগ পেতে হয়েছে। তা সত্ত্বেও কেউ ক্লান্তি দেখাননি। বরং সমর্থকদের নিজস্বীর আব্দার মিটিয়েছেন।

Advertisement

১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট পাকিস্তানের। এর পরের দুটি টেস্ট মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনিতে (৩-৭ জানুয়ারি)। পাকিস্তান অতীতে কখনও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় জেতেনি। সেই ইতিহাস বদলানোর শপথ নিয়ে খেলতে গিয়েছেন নতুন অধিনায়ক শান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন