ICC T20 World Cup 2026

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, জায়গা হল না স্মিথেরও, ১৫ জনের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। কামিন্স, স্মিথ ছাড়াও দলে জায়গা হয়নি ওপেনার ম্যাট শর্টেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৫
Share:

বিশ্বকাপে নেই প্যাট কামিন্স। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের পুরনো চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া দলে জায়গা হল না স্টিভ স্মিথেরও।

Advertisement

শনিবার বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে নামবে অস্ট্রেলিয়া। দলের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। কামিন্স, স্মিথ ছাড়াও দলে জায়গা হয়নি ওপেনার ম্যাট শর্টেরও।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:

Advertisement

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

কামিন্সের বাদ পড়া এবং পরিবর্তে বাঁহাতি সুইং বোলার বেন ডোয়ারশুইসকে দলে নেওয়ার বিষয়ে নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, “কামিন্সের পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে। জোয়ারশুইস তৈরিই আছে। ও বাঁহাতি পেসের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করে এবং লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের ভরসা দেয়।”

তিনি আরও বলেন: “আমরা বিশ্বাস করি ডোয়ারশুইসের গতিতে বল সুইং করানোর ক্ষমতা এবং বৈচিত্র্য দলের সঙ্গে বেশ মানানসই হবে।’’

পাঁচ ম্যাচের অ্যাশেজ় সিরিজের আগেও পিঠের চোটের কারণে দীর্ঘ বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক কামিন্স। কোমরের নিচের অংশের চোটের জন্য অ্যাশেজ় সিরিজে তিনি মাত্র একটি টেস্ট খেলতে পেরেছিলেন। কামিন্সের অভিজ্ঞতা অস্ট্রেলিয়া নিশ্চিত ভাবেই মিস করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement