মহসিন নকভি। —ফাইল চিত্র।
এশিয়া কাপের ট্রফি হস্তান্তর বিতর্কে কি ভারতের মুখোমুখি হতে চাইছেন না মহসিন নকভি? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) যে বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোচ্চার হতে পারে, তাতে উপস্থিত না-ও থাকতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে আইসিসির বৈঠক। চার দিন ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা চলবে। এই বৈঠকে নকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআইয়ের প্রতিনিধি। অপারেশন সিঁদুরের সময় নকভি ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে সূর্যকুমার যাদবেরা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে যান। তার পর থেকে ট্রফি হস্তান্তর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুক্তির লড়াই চলছে। কোনও পক্ষই অপর পক্ষের শর্ত মানতে নারাজ। এই পরিস্থিতিতে বিষয়টি আইসিসির বৈঠকে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা।
যে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, সেই বৈঠকে উপস্থিত না-ও থাকতে পারেন নকভি। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি জানিয়েছে রাজনৈতিক কারণে আইসিসির ওই বৈঠকে সম্ভবত থাকবেন না নকভি। যদিও নির্দিষ্ট ভাবে কারণের কথা জানানো হয়নি। পাক বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘নকভি আগামী ৭ নভেম্বর আইসিসির বৈঠকে সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না। রাজনৈতিক কারণে সে দিন তাঁর পক্ষে দুবাইয়ে থাকা কঠিন। তিনি যেতে না পারলে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর সৈয়দ আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন। সে দিন চিফ এক্সিকিউটিভদের বৈঠক রয়েছে।’’ পিসিবি অবশ্য জানিয়েছে, সম্ভব হলে নকভি ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিতে পারেন। উল্লেখ্য, ৭ নভেম্বরের সেই বৈঠকেই বিসিসিআই কর্তারা এশিয়া কাপ নিয়ে নকভির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন। মনে করা হচ্ছে, ট্রফি হস্তান্তর বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেট মহলের সামনে ভারতীয় বোর্ডের মুখোমুখি হতে চাইছেন না পিসিবি প্রধান।
কিছু দিন আগে ট্রফি হস্তান্তরের দাবি জানিয়ে এসিসিকে চিঠি দেয় বিসিসিআই। মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে ট্রফি পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে নতুন শর্ত দিয়েছেন নকভি। তিনি বলেছেন, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান করে ট্রফি হস্তান্তর করবেন। তবে ট্রফি গ্রহণ করতে হবে এশিয়া কাপজয়ী ভারতীয় দলের কোনও ক্রিকেটারকে। যা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বিসিসিআইও।