ICC Champions Trophy 2025 Final

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, পাঁচ প্রশ্নে ভবিষ্যদ্বাণী বাংলার চার ক্রিকেটারের

সকলের নজর এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে। চলছে বিশ্লেষণ, চর্চা এবং ভবিষ্যদ্বাণী। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ফাইনালের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১১:২০
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়াই রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনারের দলের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার লড়াই ট্রফির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ। গ্রুপ পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে। এ বার মুখোমুখি ফাইনালে। দুবাইয়ের সেই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ফাইনালের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও। যে ম্যাচ নিয়ে চলছে বিশ্লেষণ, চর্চা এবং ভবিষ্যদ্বাণী।

Advertisement

বাংলার তিন প্রাক্তন ক্রিকেটার এবং রঞ্জি ট্রফির অধিনায়ক আনন্দবাজার ডট কম-কে জানালেন তাঁদের ভবিষ্যদ্বাণী। কী কী বললেন তাঁরা? অনুষ্টুপ মজুমদার বাংলাকে এ বারের রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫৬৯ রান রয়েছে তাঁর। অভিজ্ঞ ক্রিকেটার বহু ম্যাচে বাংলাকে জিতিয়েছেন। কঠিন ম্যাচে তাঁর ব্যাট বাংলাকে ভরসা দিয়েছে বহু বার। শতরান করেছেন ১৭টি। তিনি জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে কী ভাবছেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ভারতের হয়ে খেলেছেন। বাংলার প্রাক্তন অলরাউন্ডারও জানালেন রবিবার কী হতে পারে।

ভবিষ্যদ্বাণী করলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তিনি এক সময় ভারতীয় দলের নির্বাচকও ছিলেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করলেন বাংলার প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ী। বহু ম্যাচে বাংলাকে জিতিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলার তরুণ ক্রিকেটারদের তুলে আনার নেপথ্যেও রয়েছে তাঁর বড় ভূমিকা। বাংলার এই চার ক্রিকেটার কী বললেন?

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

| ম্যাচ জেতাবেন কে?

সম্বরণ: অক্ষর পটেল বা হার্দিক পাণ্ড্য।

লক্ষ্মী: ভারত জিতলে বিরাট কোহলি। যদি নিউ জ়িল্যান্ড জেতে তা হলে রাচিন রবীন্দ্র।

সৌরাশিস: বরুণ চক্রবর্তী।

অনুষ্টুপ: অক্ষর পটেল।

| দাগ কাটবেন কোন বোলার?

সম্বরণ: বরুণ চক্রবর্তী।

লক্ষ্মী: রবীন্দ্র জাডেজা।

সৌরাশিস: মিচেল স্যান্টনার।

অনুষ্টুপ: মিচেল স্যান্টনার।

| সবচেয়ে বেশি রান করবেন কে?

সম্বরণ: বিরাট কোহলি অথবা রোহিত শর্মা।

লক্ষ্মী: রোহিত শর্মা।

সৌরাশিস: বিরাট কোহলি।

অনুষ্টুপ: শুভমন গিল।

| সবচেয়ে বেশি উইকেট নেবেন কে?

সম্বরণ: বরুণ চক্রবর্তী।

লক্ষ্মী: অক্ষর পটেল।

সৌরাশিস: মহম্মদ শামি।

অনুষ্টুপ: মহম্মদ শামি।

| এগিয়ে কোন দল?

সম্বরণ: ভারত।

লক্ষ্মী: ভারত।

সৌরাশিস: ভারত।

অনুষ্টুপ: ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement