India vs England

এক ম্যাচ খেলেই বসবেন শামি? পুণেয় ভারতের প্রথম একাদশে জোড়া বদলের সম্ভাবনা

শুক্রবার পুণেয় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। বাইরে বসতে পারেন মহম্মদ শামি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৯:৪৯
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

রাজকোটে ম্যাচ জিতে সিরিজ়ে টিকে রয়েছে ইংল্যান্ড। শুক্রবার পুণেয় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। জিতলেই সিরিজ় জিতবেন সূর্যকুমার যাদবেরা। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। বাইরে বসতে পারেন মহম্মদ শামি।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ:

১) অভিষেক শর্মা— আগের ম্যাচে শুরু করেও আউট হয়ে গিয়েছিলেন। পুণের মাঠেও ভারতের হয়ে ওপেন করবেন তিনি।

Advertisement

২) সঞ্জু স্যামসন— এই সিরিজ়ে সঞ্জুর ব্যাটে রান নেই। কিন্তু দলে অপর কোনও ওপেনার নেই। ফলে পরের ম্যাচেও তিনিই ওপেন করবেন।

৩) তিলক বর্মা— রাজকোটে দলকে জেতাতে পারেননি। পুণেয় আবার ব্যাটে রান চান এই বাঁহাতি ব্যাটার।

৪) সূর্যকুমার যাদব— এই সিরিজ়ে চুপ অধিনায়কের ব্যাট। দলের জয়ের পাশাপাশি রানেও ফিরতে চান সূর্য।

৫) রিঙ্কু সিংহ— চোটের কারণে আগের দু’টি ম্যাচ খেলেননি। মিডল অর্ডারে তাঁকে কতটা দরকার তা আগের ম্যাচে বোঝা গিয়েছে। পুণেয় দলে ফিরতে পারেন তিনি। সে ক্ষেত্রে বসতে হবে ধ্রুব জুরেলকে।

৬) হার্দিক পাণ্ড্য— ব্যাটে-বলে ভাল খেলছেন। পুণেয় একই দায়িত্ব পালন করতে হবে তাঁকে।

৭) ওয়াশিংটন সুন্দর— আগের ম্যাচ ভাল যায়নি। সেই ব্যর্থতা ভুলে ভাল খেলার লক্ষ্যে নামবেন তিনি।

৮) অক্ষর পটেল— দলের সহ-অধিনায়ক তিনি। বড় দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।

৯) রবি বিশ্নোই— এখনও পর্যন্ত মাত্র একটি উইকেট নিয়েছেন। পুণেয় ফর্মে ফিরতে চাইবেন তিনি।

১০) অর্শদীপ সিংহ— আগের ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে শামিকে খেলানো হয়েছিল। কিন্তু এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হারলে চাপে পড়ে যাবে ভারত। তাই শামির বদলে আবার প্রথম একাদশে দেখা যেতে পারে অর্শদীপকে।

১১) বরুণ চক্রবর্তী— স্বপ্নের ফর্মে রয়েছেন। তিনটি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। সেই ফর্মই এগিয়ে নিয়ে যেতে চাইবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement