Asia Cup 2025

সঞ্জু, রিঙ্কুর কি জায়গা হবে ভারতীয় দলে? আমিরশাহির বিরুদ্ধে সূর্যদের সম্ভাব্য একাদশে কোন ১১ জন

বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। সেই দলে কাদের খেলার সম্ভাবনা রয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৫
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংহ কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন? বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা রকম জল্পনা চলছে। কারা খেলতে পারেন তা খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

কোচ গৌতম গম্ভীর সাধারণত বিশেষজ্ঞ ব্যাটার ও বোলারদের তুলনায় অলরাউন্ডারদের বেশি পছন্দ করেন। ফলে তাঁর দলে অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বেশি। যা মনে হচ্ছে, তাতে আট ব্যাটার ও সাত বোলারে নামতে চলেছে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ:

Advertisement

১) অভিষেক শর্মা— বর্তমানে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। দল ঘোষণার সময় নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়ে দিয়েছিলেন, অভিষেক খেলছেনই। তাঁকে ওপেন করতে দেখা যাবে। পাশাপাশি স্পিন বলও করতে পারেন তিনি।

২) শুভমন গিল— দলের সহ-অধিনায়ক। ফলে তিনিও খেলবেন। অনুশীলন দেখে পরিষ্কার, অভিষেকের সঙ্গে ওপেন করতে নামবেন তিনি।

৩) তিলক বর্মা— গত কয়েকটি সিরিজ়ে তিন নম্বর জায়গা পাকা করেছেন তিলক। এশিয়া কাপেও তিন নম্বরে তাঁকে দেখা যাবে।

৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। মিডল অর্ডারে তিলকের সঙ্গে দলের ভার সামলাতে হবে তাঁকে।

৫) হার্দিক পাণ্ড্য— দলের সেরা অলরাউন্ডার। ব্যাটের পাশাপাশি বল হাতেও বড় ভূমিকা থাকবে তাঁর।

৬) শিবম দুবে— কোচ গৌতম গম্ভীর অলরাউন্ডারদের বেশি গুরুত্ব দেন। হার্দিকের সঙ্গে আর এক পেসার-অলরাউন্ডার হিসাবে খেলবেন শিবম। তিনি খেললে রিঙ্কুর জায়গা হবে না ভারতের প্রথন একাদশে।

৭) জিতেশ শর্মা— সঞ্জু যে খেলবেন না সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে অনুশীলনে। বদলে জিতেশকে উইকেটরক্ষক হিসাবে খেলানো হবে। আইপিএলের মতো দেশের হয়েও ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

৮) অক্ষর পটেল— গত সিরিজ়েও ভারতের সহ-অধিনায়ক ছিলেন। স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেলবেন এই বাঁহাতি।

৯) অর্শদীপ সিংহ— টি-টোয়েন্টিতে ভারতের নির্ভরযোগ্য বোলার। নতুন ও পুরনো বলে সমান কার্যকর তিনি।

১০) জসপ্রীত বুমরাহ— গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার ছোট ফরম্যাটে ফিরেছেন। অর্শদীপের সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

১১) বরুণ চক্রবর্তী— যে দিন থেকে ভারতীয় দলে ফিরেছেন, ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন। দুবাইয়ের মাঠে তাঁকে খেলা কঠিন। অক্ষরের পাশাপাশি দলের স্পিন বিভাগ সামলাবেন বরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement