India Vs Australia Series 2025

ফিরবেন বুমরাহ! বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যদের প্রথম একাদশে অর্শদীপ না গম্ভীরের প্রিয় সেই হর্ষিত? খেলবেন কারা

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি এশিয়া কাপের দলই ধরে রাখবে ভারত? না কি পরীক্ষার পথে হাঁটবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১০:০৮
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেট শেষ। এ বার সামনে টি-টোয়েন্টি। ভিন্ন ফরম্যাট। ভিন্ন অধিনায়ক। ভিন্ন দল। ক্যানবেরায় বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি এশিয়া কাপের দলই ধরে রাখবে ভারত? না কি পরীক্ষার পথে হাঁটবেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা? ম্যাচের আগের দিন সূর্যের ইঙ্গিত, দলে বিশেষ পরিবর্তন হবে না।

Advertisement

এক দিনের সিরিজ়ে ছিলেন না জসপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি সিরিজ়ে ফিরেছেন তিনি। বুমরাহ যে খেলবেন তা নিশ্চিত। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। অর্শদীপ সিংহ কি খেলবেন? না প্রিয় হর্ষিত রানাকেই খেলাবেন গম্ভীর? অস্ট্রেলিয়ার পিচ তো আর দুবাইয়ের মতো নয়। এশিয়া কাপে দুবাইয়ে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াতেও কি সেটাই দেখা যাবে? না তিন পেসার খেলাবে ভারত? সূর্য জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পিচেও তো তিন স্পিনার খেলিয়েছিলেন তাঁরা। তা হলে অস্ট্রেলিয়ায় কেন পেসারদের দিকে ঝুঁকবেন?

ভারতের সম্ভাব্য একাদশ:

Advertisement

১) অভিষেক শর্মা— বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। দুর্দান্ত ফর্মে রয়েছেন। এশিয়া কাপে ৩০০-র উপর রান করেছেন। ফাইনাল বাদে প্রতি ম্যাচে একার হাতে দলকে জিতিয়েছেন। তবে অস্ট্রেলিয়ায় এই প্রথম খেলবেন অভিষেক। এখানকার মাঠও তুলনায় বড়। ফলে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে তাঁকে।

২) শুভমন গিল— এই মুহূর্তে তিন ফরম্যাটে ভারতের নির্ভরযোগ্য ব্যাটার। এশিয়া কাপের মতো অস্ট্রেলিয়াতেও অভিষেকের সঙ্গে ওপেন করবেন শুভমন।

৩) তিলক বর্মা— এশিয়া কাপের ফাইনালে একাই দলকে জিতিয়েছেন। পাকিস্তানকে হারিয়ে নায়কের সম্মান পেয়েছেন। সেই তিলকও এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবেন।

৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। গত সাত ম্যাচে মাত্র ৭২ রান করেছেন। অর্থাৎ, তাঁর রানে ফেরাটা জরুরি। বলে পেস পছন্দ করেন সূর্য। অস্ট্রেলিয়ায় সেটা পাবেন তিনি। ফলে এই সিরিজ়ে রানের খরা কাটতে পারে তাঁর।

৫) সঞ্জু স্যামসন— ঋষভ পন্থ না থাকায় টি-টোয়েন্টিতে এখন ভারতের এক নম্বর উইকেটরক্ষক। তবে শুভমন ওপেন করায় টপ অর্ডারে জায়গা হারিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াতেও পাঁচ নম্বরেই খেলতে হবে সঞ্জুকে।

৬) শিবম দুবে— এশিয়া কাপে ভাল খেলেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর বোলিং কাজে লাগতে পারে। তবে শিবমেরও এটি প্রথম অস্ট্রেলিয়া সফর।

৭) অক্ষর পটেল— সাদা বলের ক্রিকেটে দলের বড় ভরসা। কঠিন পরিস্থিতিতে উপরে নেমে দায়িত্ব নিয়ে খেলতে পারেন। আবার প্রয়োজনে ঝোড়ো ইনিংস খেলতে পারেন। পাশাপাশি অক্ষর ভাল ফিল্ডারও। অস্ট্রেলিয়ায় তিনি দলের বড় ভরসা।

৮) ওয়াশিংটন সুন্দর— একটাই প্রশ্ন থাকবে গম্ভীরের সামনে। অতিরিক্ত পেসার-অলরাউন্ডার না স্পিনার-অলরাউন্ডার, কার উপর ভরসা করবেন তিনি। যা মনে হচ্ছে, নীতীশ রেড্ডির তুলনায় ওয়াশিংটনের খেলার সম্ভাবনা বেশি।

৯) হর্ষিত রানা— ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অর্শদীপ সিংহ সবচেয়ে বেশি উইকেট নিলেও অস্ট্রেলিয়ার মাটিতে হর্ষিতের খেলার সম্ভাবনা বেশি। এক দিনের সিরিজ়ের তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। তাঁকে যে গম্ভীর বেশি ভরসা করেন তা কারও অজানা নয়। ব্যাটটাও মন্দ করেন না হর্ষিত। তাই অর্শদীপের বদলে হর্ষিতকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে।

১০) জসপ্রীত বুমরাহ— তাঁকে বাইরে রেখে খেলতে নামার সাহস দেখাতে পারবে না ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন বুমরাহ।

১১) বরুণ চক্রবর্তী— হর্ষিতের মতো গম্ভীরের আর এক পছন্দের বোলার বরুণ। বিশেষ করে ছোট ফরম্যাটে। অস্ট্রেলিয়ার উইকেটে বাড়তি বাউন্স পাবেন বরুণ। ফলে তাঁকে খেলা সহজ হবে না। দুই স্পিনার-অলরাউন্ডারের সঙ্গে এক বিশেষজ্ঞ স্পিনারকে খেলাবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement