Arjun Tendulkar

সচিন-পুত্রের বলে আউট দ্রাবিড়-পুত্র! কর্নাটকের ক্রিকেট ম্যাচে বাজিমাত জুনিয়র তেন্ডুলকরের

সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের পুত্র নেমেছেন কর্নাটকের কে থিম্মাপিয়া স্মৃতি প্রতিযোগিতায়। সেখানেই সচিন-পুত্রের বলে আউট হয়ে গিয়েছেন দ্রাবিড়-পুত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩
Share:

অর্জুন তেন্ডুলকর। — ফাইল চিত্র।

তাঁরা দু’জনে এক সময়ে দেশের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিকেট খেলেছেন। এখন তাঁদের ছেলেরা ক্রিকেট খেলেন। সেই সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের পুত্র নেমেছেন কর্নাটকের কে থিম্মাপিয়া স্মৃতি প্রতিযোগিতায়। সেখানেই সচিন-পুত্রের বলে আউট হয়ে গিয়েছেন দ্রাবিড়-পুত্র।

Advertisement

এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে কর্নাটক রাজ্য সংস্থা সচিব একাদশ এবং গোয়া ক্রিকেট সংস্থা। আগে ব্যাট করতে নেমেছিল কর্নাটক। সমিত খেলতে নামেন করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পর। ভালই খেলছিলেন তিনি। ২৬ বলে ৯ রানের ইনিংসে দু’টি চার মেরেছিলেন। তবে অর্জুনের বাঁ হাতি বল সামলাতে পারেননি। কাশব বাকলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। কর্নাটকের তোলা ৩৩৮-এর জবাবে দ্বিতীয় দিনের শেষে গোয়া ২৪৫/৮ তুলেছে।

ক্রিকেটজীবনে রাজ্য দলের হয়ে সচিন এবং দ্রাবিড় একে অপরের মুখোমুখি হয়েছেন ঠিকই। কিন্তু কখনও একে অপরকে আউট করেননি। দ্রাবিড় সাধারণত বল করতেনই না। সচিনও বল করার সময় কোনও দিন দ্রাবিড়কে আউট করেননি।

Advertisement

এই ম্যাচে করুণ ছাড়াও খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ। দু’জনেই ইংল্যান্ড সিরিজ়ে ভারতের হয়ে খেলেছেন। এই প্রতিযোগিতায় মূলত তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয়। রঞ্জি ট্রফি শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসাবেও এই প্রতিযোগিতাকে দেখেন অনেকে।

মুম্বই দল ছেড়ে বছরখানেক হল গোয়ার হয়ে খেলছেন অর্জুন। নতুন মরসুমেও ভাল কিছু করে দেখাতে মরিয়া তিনি। অন্য দিকে, দ্রাবিড়ের পুত্র রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় খেললেও এখনও কর্নাটকের সিনিয়র দলের হয়ে খেলতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement