Rahul Tripathi

Rahul Tripathi: আইপিএলের জেরে ভারতীয় দলে! সুযোগ পেয়ে কী বলছেন রাহুল ত্রিপাঠী

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠী। সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:৪৭
Share:

আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে ত্রিপাঠী ফাইল চিত্র

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টি২০ দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠী। প্রথম একাদশে সুযোগ পাবেন কি না জানেন না, তবে সুযোগ পেলে কাজে লাগাতে চান তিনি। এ বারের আইপিএলে যে ভাবে খেলেছেন সে ভাবেই ভারতীয় দলের হয়ে খেলতে চান ত্রিপাঠী। নিজের সেরাটা দিতে চান তিনি।

Advertisement

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ দল ঘোষণা করে বিসিসিআই। সেই দলে সুযোগ পেয়ে ত্রিপাঠী বলেন, ‘‘স্বপ্ন সত্যি হয়েছে। খুব বড় সুযোগ। আমার উপর বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ।’’

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন ত্রিপাঠী। মহারাষ্ট্রের হয়ে ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৪০ রান করেছেন তিনি। পরিশ্রমের ফল পেয়েছেন। আগামী দিনে ভারতের হয়েও ভাল খেলতে চান। ত্রিপাঠী বলেন, ‘‘দীর্ঘ দিনের কঠিন পরিশ্রমের দাম পেয়েছি। আশা করছি খেলার সুযোগ পাব। যদি পাই, তা হলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নির্বাচকদের বিশ্বাসের দাম দেওয়ার চেষ্টা করব।’’

Advertisement

এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪১৩ রান করেছেন ত্রিপাঠী। স্ট্রাইক রেট ১৫৮.২৪। কয়েকটি ম্যাচে দলকে একা জিতিয়েছেন তিনি। ভারতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সব থেকে বেশি রান করেছেন ত্রিপাঠী। আইপিএলে ৭৬ ম্যাচে ১৭৯৮ রান করেছেন তিনি। হায়দরাবাদের হয়ে যে ক্রিকেট এ বার খেলেছেন সেটাই জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত হচ্ছেন মহারাষ্ট্রের এই ডান হাতি ব্যাটার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন