বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।
আইপিএলে রাজস্থানের হয়ে ভাল খেলে এখন গোটা বিশ্বের নজরে বৈভব সূর্যবংশী। আইপিএলে শতরানের পর দেশের হয়ে ইংল্যান্ডে গিয়েও ভাল খেলছে সে। সেই বৈভবকে নিয়ে অজানা কথা প্রকাশ্যে আনলেন দলের ক্রিকেট ডিরেক্টর কুমার সঙ্গকারা। জানালেন, ১১ বছর বয়সেই বৈভবকে সই করাতে চেয়েছিল রাজস্থান।
এ বছর আইপিএলে যখন বৈভবের অভিষেক হয়, তখন তার বয়স ১৩। সম্প্রতি ১৪ পূরণ করেছে সে। অথচ ২০২৩-এ, অর্থাৎ দু’বছর আগেই তার কথা জানতে পেরেছিল রাজস্থান। এমনকি, তাকে ট্রায়ালে ডাকার ভাবনাচিন্তাও করা হয়েছিল। কোনও একটি কারণে তা সম্ভব হয়নি। তবে বরাবরই রাজস্থানের নজরে ছিল বৈভব।
স্কাই স্পোর্টসে সাক্ষাৎকারে সঙ্গকারা বলেছেন, “সূর্যবংশী যে বিস্ময় প্রতিভা সেটা ও ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। ২০২৩-এ রাজস্থান রয়্যালসের একজন বিশেষজ্ঞ প্রথম বার ওর কথা আমায় বলেছিল। জানিয়েছিল, ওর প্রতি আমাদের লক্ষ রাখা উচিত। দরকারে ট্রায়ালে ডেকে পরে সই করানো উচিত। অথচ বৈভবকে প্রথম বার চোখের সামনে দেখলাম ওকে সই করানোর পর। গুয়াহাটির নেটে ওর ব্যাটিং অবশ্য আগেই দেখেছি। জফ্রা আর্চার এবং বাকি জোরে বোলারদের কী অনায়াসে খেলছিল ও।”
বৈভবের খেলার বেশ কিছু গুণ ভাল লেগেছে সঙ্গকারার। তাঁর ব্যাখ্যা, “ব্যাটিংয়ের সময় মনে হয় ওর কাছে অনেক সময় রয়েছে। ওর শটের আওয়াজ শুনে মনে হয় বন্দুক থেকে গুলি বেরোল। ব্যাটের সুইংও দুর্দান্ত। স্টাম্পের বাইরের বল খুব ভাল খেলে। শরীরের নড়াচড়াও খুব ভাল। সবচেয়ে বড় কথা, নিজের শট কী ভাবে উন্নত করা যায় তা নিয়ে সব সময় ভাবে।”