India Cricket and Manchester United

ম্যাগুয়েরকে বল করলেন সিরাজ, পেনাল্টি মারলেন পন্থ, ম্যাঞ্চেস্টারে গিয়ে ইউনাইটেডের শিবিরে হাজির ভারতীয় দল

চতুর্থ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে গিয়েছে ভারত। রবিবার দিনটা একটু অন্য রকম কাটল তাদের। ক্রিকেটের সঙ্গে মিলন হল ফুটবলের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শিবিরে হাজির হলেন ভারতীয় ক্রিকেটারেরা। কী হল সেখানে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২১:২৩
Share:

ম্যান ইউ ফুটবলার ব্রুনো ফের্নান্দেসের (বাঁ দিকে) সঙ্গে শুভমন গিল। ছবি: সমাজমাধ্যম।

চতুর্থ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে গিয়েছে ভারত। রবিবার দিনটা একটু অন্য রকম কাটল তাদের। ক্রিকেটের সঙ্গে মিলন হল ফুটবলের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শিবিরে হাজির হলেন ভারতীয় ক্রিকেটারেরা। বিভিন্ন মুহূর্ত তৈরি হল সেখানে। ম্যান ইউ ফুটবলারদের সঙ্গে ভারতীয় দল একসঙ্গে ছবিও তুলল।

Advertisement

ভারতীয় দল এবং ম্যান ইউ, দু’দলেরই জার্সির স্পনসর আমেরিকার একটি সংস্থা। তাদের উদ্যোগেই এই ফটোশুট আয়োজন করা হয়েছিল। তবে সেখানে যে এত সুন্দর মুহূর্ত তৈরি হবে তা অনেকেই ভাবতে পারেননি। দেখা গিয়েছে, ম্যান ইউয়ের কোচ রুবেন আমোরিম থেকে বেশ কিছু ফুটবলার ভারতীয় ক্রিকেটারদের ভালই চেনেন।

ম্যাঞ্চেস্টারের অনুশীলনের মাঠ ক্যারিংটনে স্বাগত জানানো হয় ভারতীয় ক্রিকেটারদের। দু’দলের সকলকে জার্সি বিনিময় করতে দেখা যায়। ভারতের ক্রিকেটারেরা ম্যান ইউয়ের জার্সি এবং ম্যান ইউ ফুটবলারেরা ভারতের জার্সি পরেছিলেন।

Advertisement

একসঙ্গে ফটোশুট দুই দলের। ছবি: সমাজমাধ্য়ম।

ম্যান ইউয়ের অধিনায়ক ম্যাগুয়েরকে দেখা গিয়েছে প্যাড পরে ব্যাট করতে। মহম্মদ সিরাজের বেশ কয়েকটি বল খেলেন তিনি। পরে দু’জনকে খুনসুটি এবং হাসিগল্পে মাততেও দেখা যায়। সিরাজের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি দু’পর্বে ম্যান ইউয়ে খেলেছেন। তাঁর অনুকরণে উচ্ছ্বাস প্রকাশও করতে দেখা গিয়েছে সিরাজকে।

কম যান না পন্থও। তিনি ক্রিকেটার থেকে ফুটবলার হয়ে গিয়েছিলেন। বেশ কয়েকটি পেনাল্টি শট নিয়েছেন তিনি। গোলের নীচে ছিলেন টম হিটন। সিরাজ গল্প জুড়েছিলেন ম্যাগুয়ের এবং কাসেমিরো, আমাদ দিয়ালোদের সঙ্গে। জসপ্রীত বুমরাহ কথা বলেন ম্যাসন মাউন্টের সঙ্গে। কোচ গৌতম গম্ভীরকে দেখা গিয়েছে আমোরিমের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে। পরে আমোরিমের সঙ্গে হাসিঠাট্টা করেন শুভমনও। সব মিলিয়ে, দিনটা ভালই কেটেছে দু’দলের কাছে।

ভারত ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট খেলতে নামবে। ম্যান ইউ এই মুহূর্তে প্রাক মরসুম প্রস্তুতিতে ব্যস্ত। ইপিএলে ১৭ অগস্ট আর্সেনালের বিরুদ্ধে তাদের অভিযান শুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement