ICC World Test Championship

পরের তিনটি টেস্ট বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে জানিয়ে দিল আইসিসি, ভারতের ভাগ্যে শিকে ছিঁড়ল?

প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, রবিবার তা জানিয়ে দিল আইসিসি। কী বলেছে তারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:২৫
Share:

টেস্ট বিশ্বকাপের ট্রফি নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ছবি: রয়টার্স।

প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। প্রথমটি আয়োজন করা হয়েছিল সাদাম্পটনে। পরেরটি ওভালে। শেষ বার ফাইনাল হয়েছে লর্ডসে। আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, রবিবার তা জানিয়ে দিল আইসিসি। তাদের বিবৃতি অনুযায়ী, ইংল্যান্ডেই সেগুলি হবে। ২০৩১ পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড।

Advertisement

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ড সফল ভাবে গত তিনটি ফাইনাল আয়োজন করেছে বলেই তাদের সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রতি বার ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।

কামিন্স ২০২৩-এর ফাইনালের পর বলেছিলেন, ‘‘এ বার যারা চ্যাম্পিয়ন হবে, পরের ফাইনাল সেই দেশে আয়োজন করা যেতে পারে। বা অন্য কিছুও ভাবা যেতে পারে। বিকল্প বা পরিবর্তন দরকার। যদিও লর্ডস খুবই ভাল জায়গা।’’ রোহিত বলেছিলেন, ‘‘আইপিএলের পর কেন প্রতি বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে? এই ম্যাচটা মার্চেও করা যেতে পারে। আমরা কেন শুধু জুন মাসেই ফাইনাল খেলব? ম্যাচটা বছরের যে কোনও সময়, বিশ্বের যে কোনও মাঠে হতে পারে। শুধু ইংল্যান্ডে কেন খেলা হবে। অন্য দেশেও হোক।’’ তবে কামিন্স, রোহিতের কথায় পাত্তা দিল না আইসিসি।

Advertisement

এ দিন দু’টি দেশকে আইসিসি-র সদস্য দেশের মর্যাদা দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, টিমোরলেস্টে ক্রিকেট সংস্থা এবং জ়াম্বিয়া ক্রিকেট ইউনিয়ন সদস্য দেশ হচ্ছে। আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছে আইসিসি। এ বিষয়ে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বোর্ডের সাহায্য নেওয়া হবে। এ ছাড়া, আমেরিকা ক্রিকেট সংস্থাকে প্রশাসনিক সংস্কারের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement