Ramiz Raja

পাকিস্তান ক্রিকেটে ডামাডোল, সদ্য অপসারিত রামিজ তুলোধনা করলেন নতুন বোর্ড প্রধানকে

রামিজ় পিসিবির নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে সুর চড়ালেও সংযম দেখিয়েছেন শেঠি। রামিজ় ধারাভাষ্য দিতে চাইলে কখনই বাধা দেবেন না বলে দাবি করেছেন পিসিবি চেয়ারম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২১:৫৭
Share:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম শেঠিকে আক্রমণ রামিজ় রাজার। ফাইল ছবি।

দিন দুয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে আপসারিত হয়েছেন রামিজ় রাজা। তাঁর জায়গায় এসেছেন নাজম শেঠি। এই সিদ্ধান্ত মানতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার। তিনি বিষয়টিকে রাজনৈতিক নিয়োগ বলে কটাক্ষ করেছেন। অন্য দিকে পিসিবির নতুন চেয়ারম্যান জানিয়েছেন, চাইলে রামিজ় আবার ধারাভাষ্য দিতে পারবেন।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে নতুন পিসিবি চেয়ারম্যানকে আক্রমণ করেছেন রামিজ়। তিনি বলেছেন, ‘‘শুধু মাত্র এক জনকে চেয়ারম্যান করার জন্য পিসিবির সংবিধানই বদলে দেওয়া হয়েছে। শেঠির নিয়োগ নিশ্চিত করতেই এটা করা হয়েছে। এমন জিনিস সারা বিশ্বের কোথাও দেখিনি। পুরো বিষয়টাই করা হল মাঝ মরসুমে যখন বিদেশি দলগুলি পাকিস্তান সফর করছে। ছেলেরা যখন টেস্ট খেলছে, তখনই বদলে দেওয়া হল প্রধান নির্বাচককে। সেটাও রাত ২টোর সময়। গোটা ব্যাপারটাই দুঃখজনক।’’ রামিজ় আরও বলেছেন, ‘‘বিষয়টা এমন ভাবে সাজানো হয়েছে যেন বিশেষ কেউ এসেছেন। যিনি ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। অথচ আমরা জানি এর আগে তিনি কী করেছেন। যে কোনও মূল্যে প্রচারে থাকতে চান তিনি। অথচ ক্রিকেটের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। জীবনে ব্যাটও ধরেননি। মরসুমের মাঝপথে কোচ বদলের কথাও ভাবছেন তিনি। মিকি আর্থারকে আনার কথা বলা হচ্ছে। সাকলিন মুস্তাক কিংবদন্তি ক্রিকেটার। প্রায় ৫০টি টেস্ট খেলেছে। এমন এক জন ক্রিকেটারের সঙ্গে এই আচরণ মেনে নেওয়া যায় না।’’

পিসিবির চেয়ারম্যান হিসাবে রামিজ়ের কার্যকালের মেয়াদ হওয়ার কথা ছিল তিন বছর। কিন্তু মাত্র ১২ মাস পরই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। পিসিবির অপসারিত চেয়ারম্যান বলেছেন, ‘‘হঠাৎ করে ১২ মাস পরেই সরে যেতে বলা হলে হতাশ লাগবেই। এক জন রাজনৈতিক ব্যক্তিকে আনার জন্য এটা করা হল। এতে ক্রিকেটের কোনও উপকার হবে না। বরং জাতীয় দল এবং অধিনায়কের উপর বাড়তি চাপ তৈরি হবে। এ ধরনের ঘটনা এক মাত্র পাকিস্তানেই ঘটে। আমি আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলব। পুরো ব্যবস্থাটাই একটা রসিকতা হয়ে দাঁড়িয়েছে।’’ আক্রমণের সুর চড়িয়ে রামিজ় আরও বলেছেন, ‘‘পিসিবির অফিস থেকে আমার জিনিসগুলি পর্যন্ত বের করে আনার সুযোগ দেওয়া হয়নি। যাঁদের ক্রিকেটের প্রতি কোনও আগ্রহ, ভালবাসা নেই তাঁদের আনা হয়েছে সংবিধানকে ধ্বংস করে। এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। এক নায়ক মানসিকতা নিয়ে কখনও সেরা হওয়া যায় না।’’

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পিসিবির সংঘাতের আবহ নিয়েও মুখ খুলেছেন রামিজ়। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার দাবি করেছেন, ‘‘ভারতীয়দের কাছ থেকে আমি প্রচুর সম্মান পেয়েছি। কর্মজীবনের বছরের পর বছর উপভোগ করেছি। ক্রিকেট সব বাধা ভেঙে দেয়। বাধা অতিক্রম করতে সাহায্য করে। ক্রিকেটার হিসাবে তো বটেই পরে ধারাভাষ্যকার হিসাবেও সম্মান পেয়েছি।’’ তিনি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার বা ক্রিকেটপ্রেমীদের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। যদিও প্রশাসক হিসাবে কাজ করার সময় সমস্যার সম্মুখীন হয়েছেন। রামিজ় বলেছেন, ‘‘ক্রিকেট প্রশাসনে আসার পর সমস্যা তৈরি হয়। প্রশাসক হিসাবে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। সেগুলি ভারতীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। সকলেই নিজেদের সুবিধা দেখে। এটাই স্বাভাবিক। সমস্যার শুরু পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে। ভারত প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিল। সেটা কী করে মেনে নেব? অনেক দিন পর বিদেশি দলগুলি পাকিস্তান সফর করতে শুরু করেছে। আমরা অনেক দিন পর একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেয়েছি। আমাকে একটা অবস্থান নিতেই হয়েছিল।’’ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের পাকিস্তান সফরকে নিজের সাফল্য হিসাবে দাবি করেছেন রামিজ়। দেশের স্বার্থে, পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সংঘাতের পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন রামিজ়। ইংল্যান্ড সিরিজ়ের পর অধিনায়ক বাবর আজ়মের যে ভাবে সমালোচনা হচ্ছে, তাতে খুশি নন পিসিবির প্রাক্তন প্রধান। এই পরিস্থিতির জন্যও তিনি পিসিবির নতুন প্রধান শেঠির ব্যর্থতাকেই চিহ্নিত করেছেন।

রামিজ় সুর চড়ালেও শেঠি কিন্তু নিজেকে তাঁর প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেছেন। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘‘রামিজ় ধারাভাষ্য দিতে চাইলে আমরা বাধা দেব না। ওঁকে আমি শ্রদ্ধা করি। বুঝতে পারছি রামিজ় ঠিক কেমন চাপের মধ্যে ছিলেন। রামিজ় এখন মুক্ত ব্যক্তি। তাঁকে সম্প্রচারকারীরা ধারাভাষ্যের জন্য নির্বাচিত করলে আমি আপত্তি করব না। কোনও পরিস্থিতিতেই আমরা রামিজ়ের সামনে বাধা সৃষ্টি করব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন