India vs England 2025

শুভমনদের সাজঘরে হনুমান চালীসা থেকে পপ, পঞ্জাবি গান! ফুরফুরে মেজাজে ভারতীয় দল

ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলন করছে ভারতীয় দল। তৃতীয় টেস্টে হারের হতাশা কাটিয়ে ফুরফুরে মেজাজে শুভমন গিলেরা। উদ্বেগ শুধু অর্শদীপ সিংহের চোট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৩:৫৪
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

লর্ডসে ২২ রানে হার ভুলে চতুর্থ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছেন শুভমন গিলেরা। কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠে চলছে ভারতীয় দলের প্রস্তুতি। ম্যাঞ্চেস্টার টেস্টে সিরিজ়ে সমতা ফেরানোই প্রধান লক্ষ্য ক্রিকেটারদের। তার মধ্যে দলের সকলে রয়েছেন ফুরফুরে মেজাজে।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের হালকা মেজাজ ধরা পড়েছে সাজঘরে। লন্ডন থেকে বাসে অনুশীলনের মাঠে পৌঁছোতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে ভারতীয় দলের। যাত্রাপথে ক্রিকেটারেরা নিজেদের মধ্যে নানা রকম মজা করেছেন। অনুশীলনে নামার আগে সাজঘরেও নানা রকমের গানে মজে ছিল ভারতীয় শিবির। শুভমনদের সাজঘরে হনুমান চালীসা, জনপ্রিয় পঞ্জাবি গান, ইংরেজি পপ শোনা গিয়েছে। সাজঘরের বাইরের বারান্দায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ কথা বলেছেন সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে। তবে দূরত্ব থাকায় কথা বলতে সমস্যা হচ্ছিল। এক সময় পন্থকে চেঁচিয়ে বলতে শোনা যায়, ‘‘কিছু শুনতে পাচ্ছি না।’’ সাজঘরে গান চলায় তাঁর শুনতে সমস্যা হচ্ছে বলে জানান। তা নিয়েও পন্থের সঙ্গে মজা করেন বুমরাহ। বারান্দায় মহম্মদ সিরাজের সঙ্গেও গল্প করতে দেখা গিয়েছে পন্থকে।

বৃহস্পতিবার হালকা অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটারেরা। নেটে বেশ কিছু ক্ষণ বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংহ। ব্যাটিং কোচ সিতাংশু কোটাক পরে অর্শদীপকে ব্যাটিং অনুশীলনের জন্য ডাকলে শুভমনকে বলতে শোনা গিয়েছে, ‘‘মনে হয় ও ব্যাট করতে পারবে না। হাতে চোট রয়েছে।’’ চোটের জন্য ব্যাট করেননি পন্থও। তিনি জিমে সময় কাটান। তাঁর সঙ্গে ছিলেন বুমরাহ এবং সিরাজ। চাপ কমানোর জন্য দুই সিনিয়র জোরে বোলারকে নেট অনুশীলন থেকে ছাড় দেওয়া হয়েছিল। বল করেননি আকাশদীপও। অন্য ক্রিকেটারেরা অবশ্য পুরো অনুশীলন করেছেন।

Advertisement

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, ‘‘নেটে বল করার সময় সাই সুদর্শনের একটা শট আটকাতে গিয়ে হাতে চোট পেয়েছে অর্শদীপ। কিছুটা কেটে গিয়েছে। আমাদের মেডিক্যাল টিম বিষয়টা দেখছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন ওর হাতে সেলাই করতে হবে কি না।’’

লর্ডসে হারের হতাশা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে ভারতীয় শিবিরকে। বাসে, সাজঘরে বা অনুশীলনে নিজেদের মধ্যে মজা করছেন ক্রিকেটারেরা। পাশাপাশি চলছে চতুর্থ টেস্টে বেন স্টোকসদের হারানোর পরিকল্পনা। তিনটি টেস্টের পর ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement