India vs England 2025

অস্ট্রেলিয়ার আম্পায়ারের উপর ক্ষুব্ধ অশ্বিন, ‘ভারত ব্যাট করলে আউট দেন, ইংল্যান্ড ব্যাট করলে সব নট আউট’!

লর্ডস টেস্টে প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রাইফেলকে নিয়ে। তাঁর একাধিক সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি অনেকেই। রাইফেলের উপর ক্ষুব্ধ অশ্বিন। তাঁর দাবি, ভারত বল করলে একটাও আউট দিচ্ছেন না রাইফেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৭:১৫
Share:

ঋষভ পন্থের (বাঁ দিকে) সঙ্গে আম্পায়ার পল রাইফেল। ছবি: রয়টার্স।

লর্ডস টেস্টে প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রাইফেলকে নিয়ে। তাঁর একাধিক সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি অনেকেই। প্রযুক্তি নিয়েও প্রশ্ন উঠছে। রাইফেলের উপর ক্ষুব্ধ অশ্বিন। তাঁর দাবি, ভারত বল করলে একটাও আউট দিচ্ছেন না রাইফেল। কিন্তু ব্যাট করার সময় আউট দিচ্ছেন। এতে ‘আম্পায়ার্স কল’ বার বার ভারতের বিপক্ষে যাচ্ছে।

Advertisement

চতুর্থ দিন মহম্মদ সিরাজের বলে জো রুটের এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন তিনি। ডিআরএসে দেখা যায়, বল লেগ স্টাম্পে লাগছে। আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রুট। সেটি রাইফেল আউট দিলে রুট তখনই সাজঘরে ফিরে যেতেন। আম্পায়ারের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে ছিলেন সিরাজ।

ভারত ব্যাট করার সময় ব্রাইডন কার্সের বলে শুভমন গিলকে আউট দেন রাইফেল। রিপ্লে-তে স্পষ্ট দেখা যায়, বল শুভমনের ব্যাটের অন্তত এক ইঞ্চি দূর দিয়ে যাচ্ছে।

Advertisement

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “আমি পল রাইফেলের সঙ্গে কথা বলতে চাই। আমি বলছি না যে সবই আউট দিতে হবে। কিন্তু ভারত বল করলেই দেখেছি ওঁর আউট না দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কিন্তু ব্যাট করলে বার বার আউট দিচ্ছেন। আইসিসি-র উচিত বিষয়টা দেখা।”

শুভমনের আউটের ক্ষেত্রেও একই কথা বলেছেন তিনি। অশ্বিনের কথায়, “ব্যাট আর বলের মাঝখান দিয়ে আমার গাড়ি গলে যেত। খালি চোখেই বোঝা যাচ্ছিল ওটা আউট নয়। বাবা আমার সঙ্গে বসে খেলা দেখছিলেন। উনিও বললেন, ‘পল রাইফেল এলে ভারত জিতবে না’। ক্রিকেটারেরা সময় নষ্ট করার সময় আম্পায়ারদের যে কঠোর মনোভাব দেখানো উচিত ছিল, এটা তো মাইক আথারটন এবং নাসের হুসেনের মতো ক্রিকেটারও বলেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement