রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।
ইংল্যান্ড সফরের ঠিক আগে ইতিহাস তৈরি করলেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার রেকর্ড গড়লেন এই ভারতীয় ক্রিকেটার। ১,১৫১ দিন ধরে তিনি শীর্ষে রয়েছেন।
গত মরসুমে লাল বলের ক্রিকেটে ৫২৭ রান করেছেন জাডেজা। নিয়েছেন ৪৮টি উইকেট। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি।
২০২২ সালের ৯ মার্চ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে এসেছিলেন জাডেজা। তার পর থেকে এখনও পর্যন্ত সেই জায়গা থেকে সরানো যায়নি তাঁকে। এই তিন বছরে ২৩টি টেস্টে ১,১৭৫ রান করেছেন জাডেজা। গড় ৩৬.৭২। রয়েছে তিনটি শতরান, তিনটি অর্ধশতরান। বোলিংয়ে এই সময়টায় ২২.৩৪ গড়ে ৯১ উইকেট নিয়েছেন। ৬বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। দু’বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।
২০২২-এর মার্চের আগে ২০১৭ সালের অগস্টেও শীর্ষস্থানে এসেছিলেন জাডেজা। কিন্তু এক সপ্তাহ পরেই এক নম্বর জায়গা থেকে নেমে যান।