IPL 2025

কোহলির সুগন্ধ ‘চুরি’ করা চিকারার নজর এ বার বিরাটের ঘড়ির দিকে! দু’তিনটি ঘড়ি চাই বেঙ্গালুরুর ব্যাটারের

বৃহস্পতিবার ছিল স্বস্তিক চিকারার জন্মদিন। আরসিবি শিবিরে কেক কেটে উদ্‌যাপন করা হয় তাঁর জন্মদিন। বিরাট কোহলি তাঁকে কেক খাওয়াতে গেলে তাঁর একটি আঙুল মুখে চেপে ধরে থাকেন চিকারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৯:২৭
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

জন্মদিনে বিরাট কোহলির কাছে দামি দামি উপহার চেয়ে বসলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ক্রিকেটার। বৃহস্পতিবার ২০তম জন্মদিন ছিল বেঙ্গালুরুর ব্যাটার স্বস্তিক চিকারার। তাঁর জন্মদিন উদ্‌যাপনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ।

Advertisement

দিন কয়েক আগে কোহলির অনুমতি না নিয়ে তাঁর ব্যাগ খুলেছিলেন চিকারা। লুকিয়ে ব্যবহার করেন কোহলির সুগন্ধিও। তাতেও আশ মেটেনি তরুণ ক্রিকেটারের। জন্মদিনের উপহার হিসাবে কোহলির সংগ্রহে থাকা ঘড়ি চান তিনি। তাও আবার একটা নয়। দু’তিনটি ঘড়ি চাই তাঁর!

চিকারার জন্মদিনের অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তাতে দেখা যাচ্ছে, কেক কাটার পর কোহলিকে খাওয়াতে যান চিকারা। কিন্তু কেক খেতে রাজি ছিলেন না কোহলি। চিকারাও নছোড়। শেষ পর্যন্ত তরুণ সতীর্থের হাত থেকে অল্প কেক খান কোহলি। পরে চিকারাকেও কেক খাওয়াতে যান কোহলি। তখন মুখে কোহলির একটি আঙুল চেপে ধরেন তিনি। কোহলিকে বলতে শোনা যায়, ‘‘এ বার অন্তত আমার আঙুলটা ছাড়।’’ তার পর ক্যামেরার দিকে তাকিয়ে চিকারা বলেন, ‘‘কোহলি ভাই যাতে আমায় দু’তিনটে ঘড়ি উপহার দেন, তার একটা ব্যবস্থা করে দাও।’’ আরসিবি শিবিরে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন চিকারা। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ দীনেশ কার্তিকদেরও কেক খাওয়ান তিনি। তাঁর মুখে ক্রিম মাখিয়ে দেন সতীর্থেরা।

Advertisement

ইউপি টি-টোয়েন্টি লিগে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলে নজর কাড়েন গাজ়িয়াবাদের তরুণ ক্রিকেটার। ২৭ বলে করেছিলেন ৮৫ রান। উত্তরপ্রদেশের হয়ে ৫০ ওভারের অভিষেক ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১১৭ রান করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে তাঁকে এ বার দলে নিয়েছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement